শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চালে পোকা ধরে যাওয়ার থেকে রেহাই পাওয়ার কৌশল! জেনে নিন

১১:৩৩ পিএম, মার্চ ৯, ২০২১

চালে পোকা ধরে যাওয়ার থেকে রেহাই পাওয়ার কৌশল! জেনে নিন
জেনে নিন চালের পোকা দূর করার বিশেষ কৌশলগুলি- জমা করে রাখা চালের পরিমাণ যদি অনেকটা বেশি হয়ে তবে তা প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। চাল সংরক্ষণ করার সময় একটি এয়ার টাইট ফুড কন্টেইনার ব্যবহার করুন। এই ধরনের এয়ার টাইট কন্টেনারে চাল রাখলে চালে পোকা যেমন ধরবে না তেমন চাল ভিজে স্যাতস্যাতে ভাবও আসবে না। যদি দেখেন চালে পোকা ধরে গেছে তাহলে সেই পাত্রে কিছু নিমপাতা রেখে দিন। নিমপাতা না পেলে তেজপাতাও দিতে পারেন। দেখবেন চালের সব পোকা চলে গেছে। তাছাড়া চালে পোকা ধরা থেকে মুক্তি পেতে চাইলে আগে থেকেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে পোকা ধরার কোনো সুযোগই আসবে না। চেষ্টা করবেন চাল সব সময় ঠাণ্ডা জায়গায় রাখতে, স্যাঁতস্যাঁতে পরিবেশে চালের পাত্র রাখবেন না। চাল ফুরিয়ে গেলে চালের পাত্র পরিষ্কার করে তারপর শুকিয়ে তবেই আবার নতুন চাল রাখুন। চালের পাত্র রাখার আগে ঐ যায়গার আশেপাশে কীটনাশক স্প্রে করতে পারেন। চালে যদি পোকা লেগে যায়, তবে কৌটো ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ৪ থেকে ৫ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গেছে। তখন পরিষ্কার করে ধুয়ে নিতে পারবেন।