বংনিউজ বিনোদন ডেস্কঃ স্টারকিডদের মধ্যে শাহরুখ কন্যা সুহানা সবসময় চর্চায় থাকেন। যতই হোক কিং খানের কন্যা এবং মান্নাতের রাজকুমারী বলে কথা। বর্তমানে সুহানা তার বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করছেন। শাহরুখ পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তবেই পা রাখা যাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেমায় এখনো পদার্পণ করেননি সুহানা কিন্তু তার আগেই স্টার।

কোথাও তার এক ঝলক দেখতে পেলেই শাহরুখ কন্যা চলে আসেন পেজ থ্রির শিরোনামে। এমনিতেই নিজের স্টাইল এর জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত সুহানা খান। তবে সম্প্রতি একটি ছবি পোস্ট করে নজর কাড়লেন সকলের।

ক্রপ টপ এবং স্কার্ট পরে একটি ছবি আপলোড করেন শাহরুখ কন্যা। ছবি আপলোড করার সাথে সাথেই লাইক এবং কমেন্ট এর বন্যা। সকলেই মুগ্ধ তার এই ছবি দেখে। কমেন্ট বক্সে প্রশংসার ঝড়।

এছাড়া কিছুদিন আগে আইপিএল চলাকালীন বেশ কিছু ম্যাচে গ্যালারিতে বসে থাকতে দেখা যায় সুহানাকে। সাদা টি শার্ট, ডেনিম জিন্স এবং মুখে বেগুনি মাস্ক পরে নাইট বাহিনীর হয়ে খেলা উপভোগ করছিলেন শাহরুখ কন্যা সুহানা।