বিশেষ প্রতিবেদনঃ বুলবুলের দাপটের পর আবার চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন “নাকরি”। বুলবুলের মত এটিও চিনা সাগর থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর বলছে, খুব শীঘ্রই নাকরি আছড়ে পড়বে ওড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর দিকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে।
তবে স্থলভাগে প্রবেশের সঠিক সময় এখনও নির্ণয় করা যাচ্ছে না। তামিলনাড়ু এবং চেন্নাইয়ের উপকূল গুলিও রেহাই পাবে না নাকরির প্রভাব থেকে। প্রভাব পড়বে বাংলাদেশেও। এই মুহূর্তে নাকরি রয়েছে বঙ্গোপসাগরের ওপর। ক্রমাগত শক্তি জুগিয়ে আরো শক্তিশালী হয়ে উঠছে নাকরি।
নাকরির গতিপথ আপাতত ভিয়েতনামের দিকে। সেখানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শক্তি ক্ষয় করে থাইল্যান্ড হয়ে এসে পৌছবে মায়ানমারে। শক্তিক্ষয় হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানেও। এরপর আবার বঙ্গোপসাগরে ফিরে শক্তি সঞ্চয় করে ঢুকবে দক্ষিণ ভারতের দিকে। আর তাতেই আশঙ্কার কালো মেঘ দেখছে আবহাওয়া দফতর।