শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ব্রিগেডে বুদ্ধদেবকে দেখতে মরিয়া সমর্থকরা

০৮:৫৭ এএম, ফেব্রুয়ারি ৮, ২০২১

ব্রিগেডে বুদ্ধদেবকে দেখতে মরিয়া সমর্থকরা
নজরে একুশের নির্বাচন।নির্বাচনের আগেই ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছে বামেরা। কিন্ত বামেদের ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে মরিয়া হয়ে উঠেছে বাম সমর্থকরা। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শ্বাসকষ্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করা হয়েছিল করোনা পরীক্ষাও। যদিও সেই রিপোর্ট নেগেটিভ আসে তার। এরপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। পাঠানো হয় বাড়িতে। এরই মাঝে আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড। সেই ব্রিগেডের মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তব্য শুনতে চান বাম সমর্থকরা। তবে, বর্তমানে বাড়িতেই চিকিৎসারত বুদ্ধদেব ভট্টাচার্য তাই কিভাবে সম্ভব ভাষন শোনা তা নিয়ে কপালে ভাঁজ বাম সমর্থকদের । জানা যাচ্ছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জোটের রাজনৈতিক সমাবেশে দেখা যেতে পারে সীতারাম ইয়েচুরি, ডি রাজা, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কানহাইয়া কুমার, তেজস্বী যাদব ও জিগ্নেশ মেওয়ানিকে।