১০ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আশ্বাসের ভিত্তিতে রাজ্য বাজেটের কড়া সমালোচনা করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
সংবাদপত্রে প্রকশিত ১০ বছর আগে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের কাটিং সহযোগে শনিবার সূর্যবাবু টুইটে লিখেছেন, “পড়ে দেখুন। মুরোদ থাকলে জবাবি ভাষনে জবাব দিন। কেন্দ্রীয় বা রাজ্য বাজেটে অসত্য তথ্য পরিবেশন এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। অবশ্য হিসাব না করেই বলে দেওয়া যায় দশ বছরে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি মানুষ বেকার হয়েছেন”।
দশ বছর ধরে বাজেটকে বিদায় দেয়া হয়েছে। এখন রাজ্য বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করা বন্ধ করে দেয়া হয়েছে।নেটে দিয়ে তুলে নেয় সরকার। কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার(CSO)তথ্যের সঙ্গে বাজেটে দেওয়া তথ্যের কোনো মিল নেই।দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বাজেটের কোনো মূল্য নেই। জনসভা? pic.twitter.com/qkaLuonIlK
— Surjya Kanta Mishra (@mishra_surjya) February 6, 2021
তাঁর আরও অভিযোগ, “দশ বছর ধরে বাজেটকে বিদায় দেয়া হয়েছে। এখন রাজ্য বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করা বন্ধ করে দেয়া হয়েছে।নেটে দিয়ে তুলে নেয় সরকার। কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার (সিএসও) তথ্যের সঙ্গে বাজেটে দেওয়া তথ্যের কোনো মিল নেই।দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বাজেটের কোনো মূল্য নেই। জনসভা?