শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলায় সাময়িক স্বস্তি শুভেন্দু অধিকারীর

০৯:৪০ পিএম, মার্চ ৩, ২০২১

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলায় সাময়িক স্বস্তি শুভেন্দু অধিকারীর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলায় সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ৩১ মার্চ পর্যন্ত বর্ধমান আদালতে মামলার শুনানিতে স্থগিতাদেশ দেওয়া সয়েছে।

প্রসঙ্গত, দলত্যাগ করার পরই ফেব্রয়ারি মাসে ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েই তাঁকে 'তোলাবাজ ভাইপো' বলে আক্রমণ করেছিলেন শুভেন্দুবাবু। বর্ধমান নিম্ন আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন শুনানি প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ।

এর আগে ফেব্রুয়ারিতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলাটিও খারিজ করে দিয়েছিল আদালত। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দু'পক্ষের প্রচারেই বাকযুদ্ধ অব্যাহত। জনসভায় কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'তোলাবাজ ভাইপো' স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদকে 'গরুচোর', 'কয়লাচোর' বলেও কটাক্ষ করছেন তিনি। অন্যদিকে, নারদকাণ্ডে টাকা নেওয়ার ভিডিয়োকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে পালটা সুর চড়িয়েছেন অভিষেকও।