বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সনাতন সংস্কৃতি রক্ষা করার জন্য নেমেছি: শুভেন্দু অধিকারী

০৯:৩৩ এএম, ফেব্রুয়ারি ১৭, ২০২১

সনাতন সংস্কৃতি রক্ষা করার জন্য নেমেছি: শুভেন্দু অধিকারী
সনাতন সংস্কৃতি রক্ষা করার জন্য নেমেছি । মঙ্গলবার নন্দীগ্রামে একাধিক সরস্বতী পুজোয় অংশগ্রহণ করে একথা বলেন শুভেন্দু অধিকারী । মঙ্গলবার মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে নন্দীগ্রামে গুনে গুনে প্রায় ৮৬টি পুজো মণ্ডপে ঘুরলেন শুভেন্দু। তারই একটিতে তিনি বলেন, 'সনাতন সংস্কৃতি রক্ষা করার জন্য নেমেছি। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর অনুমতি নিয়ে হাইকোর্টে যেতে হয়। বিসর্জন বন্ধ করে দেওয়া হয়। উলুবেড়িয়ায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। যে জন্য রাস্তায় নেমে মার খেয়েছে ছাত্রছাত্রীরা। আগামীতে পশ্চিমবঙ্গে আগামীতে কপালে চন্দন, গলায় কণ্ঠি, পরনে ধুতি পরতে পারবেন কি না সন্দেহ আছে।' বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু। এমনকী তাঁর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা হলে হামলাকারীদের জেহাদি বলে আক্রমণ করেছেন তিনি। তৃণমূল ৩০ শতাংশকে নিয়ে ভোটে লড়বে বলেও দাবি করেছেন এই বিজেপি নেতা। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের বিরুদ্ধে ভোট জড়ো করতে এই পন্থা অবলম্বন করেছেন শুভেন্দু।