বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

‘নির্দেশিকাই বলছে রাজ্যে ভোটের পরিবেশ নেই’, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুর

০৭:০২ পিএম, জুলাই ৩০, ২০২১

‘নির্দেশিকাই বলছে রাজ্যে ভোটের পরিবেশ নেই’, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে এখনও উপনির্বাচন বাকি। তৃণমূল রাজ্যে করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসতেই রাজ্যের শাসকদল উপনির্বাচন করানোর দাবিতে সরব হয়েছে। এর জন্য দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়ে, এর জন্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখাও করেছে।

এই পরিস্থিতিতে রাজ্যে উপনির্বাচন করানো নিয়ে ফের কটাক্ষের সুর শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দুর গলায়। তিনি প্রশ্ন তোলেন যে, ‘রাজ্যে উপনির্বাচন করার পরিস্থিতি হয়েছে নাকি!’ শুভেন্দু বলেন, ‘রাজ্যের নির্দেশিকা বলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক মিটিং-মিছিল করা যাবে না। তাহলে নির্বাচন কীভাবে হবে?’ এ প্রসঙ্গে বিরোধী দলনেতার ব্যাখ্যা, নির্বাচন মানে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ, প্রচার। আর তা না হলে, উপনির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগের সুরে বলেন, ‘এখানে ভোটের পরিবেশ নেই। সেটা নির্দেশিকাই বলে দিচ্ছে।’

পাশপাশি আবার একবার এদিন তাঁকে ‘নন-এমএলএ মুখ্যমন্ত্রী’ কটাক্ষ করতে শোনা গেল। শুভেন্দু বলেন, ‘কিছুদিন আগে উত্তরাখণ্ডে বিজেপি Non-MLA -কে সরিয়ে MLA-কে মুখ্যমন্ত্রী করেছে। বিধানসভা ভোটের সময় মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে তৃণমূল বেশি উৎসাহিত হয়েছিল। তৃণমূল বলেছিল, বহিরাগত বিজেপির নেতারা ও আধা সামরিক বাহিনী করোনা ছড়িয়ে গেছে। তাহলে তো ওদের উচিত ভ্যাকসিনেশনের পর ভোট করানো।’

এখানেই শেষ নয়, এদিন তিনি উপনির্বাচনের পাশাপাশি কলকাতা শহরের বুকে জল জমা নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘কলকাতার মানুষ দেখুন কোন সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।’ তিনি রীতিমতো খোঁচা দিয়ে বলেন, ‘ইয়াসের পর সবাই বলছিল দুয়ারে গঙ্গা, এবার বোধহয় বলবে দুয়ারে নর্দমার জল!!’

এসবের বাইরে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়েও তিনি খোঁচা দেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘লোকসভা ভোট অনেক দেরি। এখন এসব নিয়ে কথা কেন?’ সেই সঙ্গে তাঁর বিশ্বাস, নরেন্দ্র মোদির উপরই আবারও একবার আস্থা রাখবে দেশের মানুষ। বিরোধী জোট প্রসঙ্গে তিনি এদিন বলেন যে, ‘২০১৯-এ বিরোধী জোটের চেষ্টা হয়েছিল, সফল হয়নি, এবারও যতই চেষ্টা করুন, নরেন্দ্র মোদীর উপরই আস্থা রাখবে দেশের মানুষ।’

অন্যদিকে, ভ্যাকসিন প্রসঙ্গেও শুভেন্দু বলেন, ‘কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন বণ্টন নিয়ে বিজেপি অবিজেপি করে না। বরং রাজ্য সরকার তাঁদের স্টোরেজ, পরিকাঠামো ও পদ্ধতি ঠিক করুক।’