বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সকাল সকাল ভোট দিলেন শুভেন্দু অধিকারী

০৮:৫৮ এএম, এপ্রিল ১, ২০২১

সকাল সকাল ভোট দিলেন শুভেন্দু অধিকারী

সাত সকালেই ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাইকে করে ভোট দিতে যান তিনি। নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নং বুথে ভোট দেন তিনি।

এদিন ভোট দেওয়ার পরেই বুথের বাইরে তুমুল জয় শ্রীরাম ধ্বনি উঠল। বিজেপি প্রার্থীর অভিযোগ, বয়ালের চার নম্বর বুথে তাঁর এজেন্টকে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছিল। কোথাও কোথাও ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। তবে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই দাবি তাঁর।

ভোট দিয়ে শুভেন্দু অধিকারী জানান, "সকলে শান্তিপূর্ণ ভাবে কোভিড বিধি মেনে ভোট দিন। আমি ভোট দিয়েছি। উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে। দুর্নীতি মুক্ত সোনার বাংলা তৈরি হবে"।

এদিকে ভোটের দিন সকালেই তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান থানায় অভিযোগ করেন। তবে ঠিক কি বিষয়ে তিনি অভিযোগ করেছেন তা জানা যায় নি এখনও।

অন্যদিকে এদিনও দাসপুরের ২০৩ নম্বর বুথ গৌড়ার দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভিভিপ্যাট খারাপ ছিল। এছাড়াও, সবংয়ের পরশুরাম বুথের ইভিএম, পাথরপ্রতিমার চারটি বুথে ইভিএম খারাপ থাকায় ভোট শুরু করতে দেরি হয়। বিষ্ণুপুরের দুটি বুথে বিকল ছিল ইভিএম।