শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অধরা মুকুলের বিধায়ক পদ খারিজের শুনানি! আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারী

০৬:২৮ পিএম, জুলাই ৩০, ২০২১

অধরা মুকুলের বিধায়ক পদ খারিজের শুনানি! আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারী

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারিত হল ১৭ আগস্ট। তবে যথাসময়ে মামলার শুনানি না হলে ফের একবার আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি পরিষদীয় দল। গতবারের শুনানি শেষ হয়ে গিয়েছিলো মাত্র তিন মিনিটেই। তবে এদিনের শুনানি চলে বেশ কিছুক্ষন।

বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মুকুল রায়। তবে ভোটের ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে মুকুল রায়ের। এরপরেই তাঁকে পিএসি চেয়ার ম্যান পদে বসানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন তারা। এমনকি বিধানসভার স্পিকার নিরপেক্ষভাবে পিএসসির চেয়ারম্যান কে নির্বাচন করেননি বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এরপরে তাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবি তুলে খসড়া প্রস্তুত করেছে বিজেপি। কিন্তু বিধান সভার স্পিকারের বিচার প্রক্রিয়ায় ভরসা না থাকায় সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আদালতের দ্বারস্থ হবে বলেই জানায় বিজেপির পরিষদীয় দল।

শুক্রবার বেলা ১টা নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে হাজির হন শুভেন্দু অধিকারী। এদিন ২৫ মিনিটের একটু বেশি সময় ধরে চলে শুনানি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "অধ্যক্ষ আগামী ১৭ অগস্ট পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারিত করেছেন। এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শুনানির নিষ্পত্তি হয় সেজন্য আদালতের হস্তক্ষেপ চাওয়ার চিন্তাভাবনা করেছেন। বলেন, আগস্ট মাসেই আদালতের দ্বারস্থ হবেন তিনি। যদিও এদিনের শুনানিতে সন্তুষ্ট নন বলেও জানান শুভেন্দু বাবু।