শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মে মাসের ১৫ তারিখের পর ওরা কেউ থাকবে না, বিস্ফোরক শুভেন্দু

০৭:৫০ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২১

মে মাসের ১৫ তারিখের পর ওরা কেউ থাকবে না, বিস্ফোরক শুভেন্দু
আমফানের টাকা যারা চুরি করছে, তাদের বিজেপিতে নেওয়া হবে না। বুধবার পিছাবনির সভা থেকে ফের রাজ্য ও তৃণমূল নেতাদের তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সুর চড়িয়ে সাফ জানিয়ে বললেন, বাংলায় প্রকৃত পরিবর্তন হবেই। বুধবার পিছাবনীতে সভা করেন শুভেন্দু অধিকারী। একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান তিনি। আমফানের ত্রাণ থেকে রেশন, সমস্ত বিষয়েই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তৃণমূল নেতাদের লাগাতার দলবদল প্রসঙ্গে তিনি বলেন, “আমফানের ত্রাণ যারা চুরি করছে, তাদের কোনওভাবেই বিজেপিতে নেওয়া হবে না।” পাশাপাশি, বিজেপি বাংলার দায়িত্ব পেলে মানুষের দুঃখ, দুর্দশা ঘুচবে বলেও আশ্বাস দেন তিনি। একইসঙ্গে পালটা তোপ দেগে শুভেন্দু বলেন, “পাঁচ পয়সার নেতারা, যাদের রাজনীতিতে হাতে খড়ি দিয়েছিলাম। কেউ বিজেপির কর্মসূচিতে গেলে আজ তাঁরা হুমকি দিচ্ছে প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে।এদের ভয় পাবেন না। আগামী মে মাসের ১৫ তারিখের পর ওরা কেউ থাকবে না।”  এদিনের সভা শেষে পিছাবনী থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। শেষ হবে কাঁথিতে। উল্লেখ্য, একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দলবদলের হিড়িক পড়ছে তৃণমূলে। দলত্যাগের পরই তৃণমূলের তরফে দলের প্রাক্তন নেতাদের বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। বলা হচ্ছে, দুর্নীতি ঢাকতেই বিজেপিতে গিয়েছেন নেতারা। পালটা বিজেপি প্রশ্ন তুলছে, কেন দলত্যাগের পরই নেতাদের উপর দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। এসবের মাঝে তৃণমূল নেতাদের বিজেপি যোগ প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।