শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

তৃণমূলকে 'মিথ্যাশ্রী' বলে কটাক্ষ শুভেন্দুর

১১:০৯ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২১

তৃণমূলকে 'মিথ্যাশ্রী' বলে কটাক্ষ শুভেন্দুর
আলিপুরদুয়ারে বাবুরহাটে জনসভা থেকে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে 'তোলাশ্রী' ও 'মিথ্যাশ্রী' বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর রবিবারই প্রথম আলিপুরদুয়ারে বাবুরহাটে জনসভা করেন শুভেন্দু। জনসভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু বলেন, 'আমি ২০১২ সালে শেষ বার আলিপুরদুয়ারে এসেছিলাম। আবারও এলাম। চেনা লোক শুধু জার্সি বদল হয়েছে। উত্তরবঙ্গে তৃণমূল কিছুই করেনি। সব জায়গাতেই কাটমানি। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়বে এবং নতুন দুটি প্রকল্প চালু হবে তোলাশ্রী এবং মিথ্যাশ্রী। একটা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে এবং একটা তার ভাইপোকে দেওয়া হবে।' এদিন শুভেন্দু ছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, সায়ন্তন বসু, সাংসদ জন বারলা, জেলা বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা। এদিন কুমারগ্রাম বিধানসভার কামাখ্যাগুড়ি থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রা শুরু হয়ে বাবুরহাটে পৌঁছায়। সেখানে জনসভা হয়। জনসভার পর পরিবর্তনযাত্রার রথ ফালাকাটায় দিকে রওনা হয়।