শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

কপালে টিপ পরে মঙ্গল যান ল্যান্ডিংয়ের অপেক্ষায় ভারতীয় বংশদ্ভূত বিজ্ঞানী স্বাতী! ছবি মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়

০১:২০ পিএম, ফেব্রুয়ারি ২০, ২০২১

কপালে টিপ পরে মঙ্গল যান ল্যান্ডিংয়ের অপেক্ষায় ভারতীয় বংশদ্ভূত বিজ্ঞানী স্বাতী! ছবি মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়
গত বৃহস্পতিবার মঙ্গলের মাটিতে নেমেছে নাসার মঙ্গল যান 'পারসিভিয়ারেন্স রোভার'। আর এই অভিযানের নেপথ্যে ছিলেন ভারতীয় বংশদ্ভূত বিজ্ঞানী ড. স্বাতী মোহন। মঙ্গলে পাঠানো রোভারটির গাইডেন্স, নেভিগেশন ও কন্ট্রোলস অপারেশন্স অর্থাৎ জিএনঅ্যান্ডসি এর দায়িত্বে ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই সফলভাবে মঙ্গলে পা রাখে রোভারটি। সারা বিশ্বের বিজ্ঞানী মহল থেকে শুরু করে আপামর নেটদুনিয়া কুর্ণিশ জানায় তাঁকে। [embed]https://twitter.com/NASA/status/1362505668058611717[/embed] এবার আরও একবার লোকমুখের চর্চায় উঠে এল স্বাতী নাম। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তাঁর এক ছবি। যেখানে দেখা যাচ্ছে কপালে টিপ পরে মঙ্গল যানটির নামার অপেক্ষায় রত তিনি। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিপ পরে থাকা স্বাতীর কৃতিত্বকে আবারও কুর্নিশ জানিয়েছেন নেটজনতা। [embed]https://twitter.com/tanvi_madan/status/1362512328919560192[/embed] টুইটারে স্বাতীর ছবিটি পোস্ট করে লেখা হয়েছে- “লেডি উইথ দ্য বিন্দি”। এরপরই একাধিক লাইক এবং কমেন্টে ভরে ওঠে সেটি। একজন মন্তব্য করেন, “স্বাতী মোহনের জন্য ভালবাসা। কন্ট্রোল রুমকে সেই বিন্দিটি দুলিয়ে তোলে।’’ আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‘স্বাতী মোহনকে ধন্যবাদ, নাসা! কে জানত একটি বিন্দি আমাকে এত খুশি করে তুলবে!’’ প্রসঙ্গত উল্লেখ্য, রোভারটি মঙ্গলে নামার আগের মুহূর্তে কন্ট্রোল রুমে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন স্বাতী এবং তাঁর টিম। অভিযান সফল হওয়ার পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনিও। আবেগে ভেসে স্বাতী জানান, “পারসিভিয়ারেন্স রোভার সফল ভাবে মঙ্গলের মাটিতে নেমেছে। এবার এটি প্রাণের সন্ধান করতে প্রস্তুত।”