শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

‘ধ্বংসাত্মক শক্তির উপস্থিতি স্থায়ী হয় না’, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মোদীর প্রথম প্রতিক্রিয়া

০৪:১৪ পিএম, আগস্ট ২০, ২০২১

‘ধ্বংসাত্মক শক্তির উপস্থিতি স্থায়ী হয় না’, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মোদীর প্রথম প্রতিক্রিয়া

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে আফগানিস্তানের পরিস্থিতি। তালিবানি দখলে যাওয়ার পর থেকেই অশান্ত কাবুল। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে চিন্তিত গোটা দেশ, ভীত ভারতীয়রাও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনের ভয় দূর করতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিবানদের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা।

প্রধানমন্ত্রী বললেন, ‘ধ্বংসাত্মক শক্তি, যারা ভুল পথে ক্ষমতা কায়েম করে, তারা সাময়িকভাবে শাসন করতে পারে। তবে, তাদের উপস্থিতি স্থায়ী নয়, কারণ তারা কোনোভাবে মানবতাকে ধ্বংস করতে পারবে না।’

https://twitter.com/PTI_News/status/1428607747109441543

এদিন গুজরাটের সোমনাথ মন্দিরের একাধিক প্রকল্পের উদঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা প্রতিষ্ঠা হওয়া নিয়ে এই প্রথমবার প্রতিক্রিয়া দেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘সোমনাথ মন্দিরে বারবার হামলা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে। অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বারবারই সোমনাথ মন্দির নিজের স্বমহিমায় ফিরে এসেছে। সেটাই আমাদের উদ্বুদ্ধ করে।’ এদিনের অনুষ্ঠানে ভারতের পর্যটনের উন্নতি নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী।