বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আজ মহালয়া! প্রশাসনের নজরদারিতে ঘাটে ঘাটে চলছে তর্পণ

০৯:১০ এএম, অক্টোবর ৬, ২০২১

আজ মহালয়া! প্রশাসনের নজরদারিতে ঘাটে ঘাটে চলছে তর্পণ
আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের শুরু। ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে পিতৃ তর্পন। আমাবস্যার পুন্য তিথিতে পিতৃপক্ষের উদ্দেশ্যে পুত্রের তর্পণ করা কর্তব্য। সেই মতই সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। অমাবস্যা পূর্ণ তিথিতে মহালয়ার দিন এই পিতৃপক্ষের উদ্দেশ্যে গঙ্গায় স্নান করে তর্পণ করার নিয়ম পরম্পরা চলে আসছে দীর্ঘ দিন থেকেই। গঙ্গা ঘাট এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই গঙ্গা ঘাটে তর্পণ করতে আসেন।বিগত দুবছর থেকে করোনা মহামারীর জন্য মানুষের সেই রকম ভিড় চোখে পড়ছে না। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকেও গঙ্গার ঘাটে ছিল করা টহলদারি বিপদকালীন কোন রকম সমস্যা না হয় তার জন্যই এই পুলিশ প্রশাসনের ব্যবস্থা। [caption id="attachment_35091" align="alignnone" width="1000"] আজ মহালয়া! প্রশাসনের নজরদারিতে ঘাটে ঘাটে চলছে তর্পণ[/caption] অন্যদিকে, প্রতিবারের মতো এবারেও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে গঙ্গার ঘাটে তর্পণ করতে আসা প্রত্যেকটি মানুষের জন্যই ছিল বিশেষ ব্যবস্থা। [caption id="attachment_35092" align="alignnone" width="1000"] আজ মহালয়া! প্রশাসনের নজরদারিতে ঘাটে ঘাটে চলছে তর্পণ[/caption] এলাকার সাধারণ মানুষ জানান আজ এই গঙ্গায় পুণ্য তিথিতে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেওয়া হয়,আগামী দিনেও যাতে ছোট ছোট বাচ্চারা এই প্রথা মানে তার জন্য আমরা তাদের সঙ্গে নিয়ে এই তর্পনের কাজ করতে এসেছি।তর্পণ করতে এসে পার্থনা ও করছেন যাতে করোনা মহামারী থেকে মানুষকে দ্রুত মুক্তি পায়।