বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৪০০ টাকারও কমে পেয়ে যাবেন ১০০০ জিবি ডেটা, জানুন BSNL এর এই নতুন প্ল্যান সম্পর্কে

সৌভিক বেজ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ১১:৪১ পিএম | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ০৫:৪১ এএম

৪০০ টাকারও কমে পেয়ে যাবেন ১০০০ জিবি ডেটা, জানুন BSNL এর এই নতুন প্ল্যান সম্পর্কে
৪০০ টাকারও কমে পেয়ে যাবেন ১০০০ জিবি ডেটা, জানুন BSNL এর এই নতুন প্ল্যান সম্পর্কে

ভারত সঞ্চার নিগম লিমিটেডের গ্রাহকরা এই প্ল্যান ব্যাবহার করে ১০০০ জিবি ডেটার সুবিধা লাভ করতে পারবেন। অন্য দিকে, যে কোনো টেলিকম কোম্পানির দিকে নজর দিলে দেখা যাবে যে, তারা এই টাকায় প্রতিদিন ২ জিবির বেশি ডেটার সুবিধা দেয় না। তবে ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যান ব্রডব্যান্ডের জন্য কার্যকরী।

এমনই একটি প্ল্যানের দাম হলো মাত্র ৩২৯ টাকা। এছাড়াও ভারত সঞ্চার নিগম লিমিটেডের অন্য আরেকটি প্ল্যানের দাম ৩৯৯ টাকা। দেখে নিনএই দুটি প্ল্যানে কী ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে।

ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৩২৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান ব্যাবহার করতে পারেন। এটি একটি এন্ট্রি লেভেল ব্রডব্যান্ড প্ল্যান। এই প্ল্যানে ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের ১০০০ জিবি ডেটার সুবিধা দিচ্ছে। এখানে গ্রাহকরা ২০ এমবিপিএস স্পিড যুক্ত ইন্টারনেটের সুবিধা পাবেন।

এছাড়াও ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩০ এমবিপিএস যুক্ত ১০০০ জিবি ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানেও ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমিয়ে ২ এমবিপিএস করা হবে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই ৩৯৯ টাকার প্ল্যানে ডেটার সঙ্গে সঙ্গে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন।