শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফোনের দুনিয়ায় ভাইরাল ডাম্বফোন! জানেন এই ফোন সম্পর্কে? জেনে নিন

সৌভিক বেজ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ১১:৪৯ পিএম | আপডেট: আগস্ট ১৯, ২০২২, ০৫:৪৯ এএম

ফোনের দুনিয়ায় ভাইরাল ডাম্বফোন! জানেন এই ফোন সম্পর্কে? জেনে নিন
ফোনের দুনিয়ায় ভাইরাল ডাম্বফোন! জানেন এই ফোন সম্পর্কে? জেনে নিন

অনেকেই পুরনো কি-প্যাডের ফিচার ফোনগুলিকে ‘ডাম্বফোন’ নামে ডাকছেন। ভারতে এখন বহু গ্রাহক এখনও ভয়েস কলিং ও টেক্সট মেসেজিংয়ের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। এছাড়াও অনেকে স্মার্টফোন থেকে দুরে থাকতে এই ধরনের ফোনগুলি ব্যবহার করছেন। তবে এগুলি আগেকার ফিচার ফোন থেকে একটু আলাদা। এতে সাদা কালো ব্যাকলাইট ছাড়া ডিসপ্লে ব্যবহৃত হচ্ছে। এগুলি 4g নেটওয়ার্ক এও কাজ করতে সক্ষম।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে অনেক ধরণের ফোন। কিনতে খরচ 3,999 টাকা। এই ফোনে থাকছে Unisoc T107 প্রসেসর। 48 MB RAM ও 128 MB স্টোরেজ দিয়েছে নোকিয়া। এক্সপ্যান্ডেবল স্টোরেজে সর্বোচ্চ 32 GB microSD কার্ড ব্যবহার করা যাবে। হেডসেট না লাগিয়েই এই ফোনে FM রেডিও শোনা যাবে। থাকছে MP3 প্লেয়ার। Nokia 8210 -তে থাকছে 1,450 mAh ব্যাটারি।

1,699 টাকা থেকে Nokia 110 -র দাম শুরু হচ্ছে। এই ফোনের পিছনে থাকছে একটি ক্যামেরা। ফোনে থাকছে বিল্ট ইন ক্যামেরা। একসঙ্গে 8,000 গান স্টোর করা যাবে এই ফোনে। আগের মতোই এই ফোনেই থাকছে Snake গেম। রয়েছে 1,000 mAh ব্যাটারি। চলতি মাসেই ভারতে এই ফোন নিয়ে এসেছে Nokia।