রাস্তাঘাটে মানুষ অনেক রকম বিপদে পরতে পারে। যেখানে কোনও নিরাপত্তা নেই। যে কোনও সময় ঘটে যেতে পারে যে কোনও রকম দুর্ঘটনা। সেই সকল ক্ষেত্রে একটি ‘ইমার্জেন্সি অ্যাপ’ ব্যবহার করলে যে কোনও সময় যে কোনও বিপদে সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের কাছে পৌঁছে যেতে পারে দুর্ঘটনাস্থলের ঠিকানা।
দেখে নিন এক নজরে— BSafe: আপৎকালীন অবস্থায় iOS এবং Android-এর জন্য এটি বেশ ভাল অ্যাপ। এর ইউজার ইন্টারফেস বেশ সহজ। এতে আছে ভয়েস কমান্ড। SOS বোতাম টিপে ‘ইমার্জেন্সি কন্ট্যাক্ট’গুলিতে এসএমএস পাঠানো যেতে পারে। পৌঁছে যাবে দুর্ঘটনাস্থলের অবস্থানও। শুধু তাই নয়, এটি ফোনের ক্যামেরা এবং মাইকও চালু করে দিতে পারে। ফলে SOS বোতাম টিপলেই অডিও এবং ভিডিও রেকর্ডিং চালু হয়ে যায়
Walk Safe: এই অ্যাপটি যে কোনও শহরের ‘হাই ক্রাইম জোন’ চিহ্নিত করতে পারে। ফলে সেখান থেকে নিরাপদ দূরত্ব রাখা সম্ভব। কোনো সমস্যায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে মানচিত্রও প্রদর্শন করে। SOS বোতামও থাকবে যেটি ব্যাবহার করতে পারবেন। বিপদে ঘটে গেলে তাৎক্ষণিক ভাবে বার্তা পাঠানো সহজ হবে।
Red Panic Button: জরুরি অবস্থায় ব্যবহার করার জন্য একটি ভাল অ্যাপ। এই অ্যাপের ইন্টারফেসে একটি প্যানিক বোতাম রয়েছে। এটি ব্যবহার করে এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে নিজের পরিচিতিদের কাছে SOS বার্তা পাঠানো যায়।
আপনার মতামত লিখুন :