শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

Message নিজে থেকেই সেন্ড হয়ে যাবে, google message এর এই ফিচারটি সম্পর্কে জানেন? জেনে নিন

সৌভিক বেজ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১১:৫৪ পিএম | আপডেট: নভেম্বর ২১, ২০২২, ০৫:৫৪ এএম

Message নিজে থেকেই সেন্ড হয়ে যাবে, google message এর এই ফিচারটি সম্পর্কে জানেন? জেনে নিন
Message নিজে থেকেই সেন্ড হয়ে যাবে, google message এর এই ফিচারটি সম্পর্কে জানেন? জেনে নিন

গুগল মেসেজ অ্যাপের এই ফিচারের মাধ্যমে আগে থেকে মেসেজ লিখে রেখে সেটি নির্দিষ্ট টাইমে পাঠিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে গ্রাহকরা কোন ফোন ব্যবহার করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের ফোনে গুগল মেসেজ অ্যাপ ডাউনলোড করে সেটি ডিফল্ট হিসেবে সেট করতে হবে। এর পরেই একমাত্র ব্যবহার করা যাবে এই ফিচার। আর যদি আগে থেকেই google মেসেজ থাকে তাহলে কোনো সমস্যা নেই।

রইল টেক্সট মেসেজ শিডিউল করার পদ্ধতি-
এর জন্য সবার প্রথমেই খুলতে হবে নিজেদের ফোনে গুগল মেসেজ অ্যাপ। এরপর বেছে নিতে হবে সেই ইউজারকে যাকে মেসেজ পাঠানো হবে। এরপর নিজেদের প্রয়োজন মতো মেসেজ টাইপ করতে হবে।কিন্তু ভুল করে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন না। এই সময়ে মনে রাখতে হবে যে সেন্ড বাটন অনেকটা সময় ধরে লং প্রেস করে ধরে রাখতে হবে।

এরপর বাই ডিফল্ট অ্যাপ হিসাবে তিনটি টাইম অপশন দেখা যাবে। এখানে সেই তিনটি টাইম অপশন থেকে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনও একটি টাইম বেছে নিতে হবে। এরপর বেছে নিতে হবে সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশন। নিজেদের পছন্দ অনুযায়ী সময় এবং তারিখ ঠিক

করে নিন। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই মেসেজটি সিডিউল হয়ে গেল। আর এক্ষেত্রে সেই মেসেজ নিজেদের প্রয়োজন মতো ডিলিটও করা যাবে অথবা মডিফাই করা যাবে। তবে মনে রাখতে হবে যে সেই মেসেজ তৎক্ষণাৎ সেন্ড করতে হলে অ্যাডভান্স হিসাবে সেটি শিডিউল করতে হবে।