বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কলারের আসল নাম জানা যাবে সহজেই, আসছে সরকারের নতুন নিয়ম

সৌভিক বেজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ১১:৪৩ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৫:৪৩ এএম

কলারের আসল নাম জানা যাবে সহজেই, আসছে সরকারের নতুন নিয়ম
কলারের আসল নাম জানা যাবে সহজেই, আসছে সরকারের নতুন নিয়ম

নানান ধরণের স্পাম কল বা মেসেজের মাধ্যমে মোবাইল ইউজাররা শিকার হচ্ছেন নানা স্ক্যাম বা প্রতারণামূলক ঘটনার। যার ফলে প্রায়শই ডেটা চুরি বা আর্থিক কেলেঙ্কারির মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।আসলে সরকার, জনপ্রিয় app Truecaller এর মতো KYC ভিত্তিক সিস্টেম নিয়ে আসছে। যার সাহায্যে ইনকামিং কলারদের পরিচয় জানা যাবে খুব সহজেই।

সরকার যে নতুন সিস্টেম চালু করেছে, তার কিছুটা ফিচার ট্রুকলার অ্যাপে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কিন্তু এই অ্যাপের সমস্যা হল এটি কলারের আসল নাম প্রদর্শন করে না। মানে ট্রুকলার স্প্যাম কল চিহ্নিত করতে পারলেও, জালিয়াতি বা স্ক্যাম এড়াতে পারে না। সেক্ষেত্রে সরকারী কেওয়াইসি ভিত্তিক নতুন সিস্টেম মোবাইল প্রতারণা এড়াতে পারবে। এখানে  ইউজাররা তাদের ফোনের স্ক্রিনে কলারের নাম ও ছবি দেখতে পারবেন।

জানা গিয়েছে যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) এই কেওয়াইসি ভিত্তিক কলার আইডি সিস্টেম কনসাল্টিং পেপারের ওপর কাজ করছে। সংস্থার জানিয়েছে এই ব্যবস্থা হবে সম্পূর্ণ নতুন। একবার এই সিস্টেম কার্যকরী হলে কলারের পরিচয় জানতে তার নম্বর সেভ করার প্রয়োজন পরবে না।