বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইন্টারনেট চালু করতে না করতেই ডেটা শেষ হয়ে যাচ্ছে? জানুন ডেটা বাঁচানোর সহজ উপায়

সৌভিক বেজ

প্রকাশিত: মে ১৬, ২০২২, ১১:৪৯ পিএম | আপডেট: মে ১৭, ২০২২, ০৫:৪৯ এএম

ইন্টারনেট চালু করতে না করতেই ডেটা শেষ হয়ে যাচ্ছে? জানুন ডেটা বাঁচানোর সহজ উপায়
ইন্টারনেট চালু করতে না করতেই ডেটা শেষ হয়ে যাচ্ছে? জানুন ডেটা বাঁচানোর সহজ উপায়

এখনকার দিনে স্মার্টফোন ছাড়া তো সব মানুষই অচল। একইভাবে স্মার্টফোন অচল যদি তাতে না থাকে ডেটা ব্যালান্স। যে কোন কাজের ক্ষেত্রে স্মার্টফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ এখন সব কাজই করা সম্ভব ফোনের মাধ্যমে। করোনা আর লকডাউনের ফলে ফোনের ব্যবহার খুবই বেড়ে গিয়েছে। সাথে সাথে ফোনের পিছনে খরচাও বেড়ে গিয়েছে।

প্রায় সবসময় চালু রাখতে হচ্ছে ইন্টারনেট। যার জন্য দ্রুত ডেটা শেষ হয়ে যাচ্ছে। আর ইন্টারনেট ব্যাবহার করেও কিভাবে ডেটা বাঁচানো সম্ভব সেটাই নিয়েই আজকের এই প্রতিবেদন। খুবই সহজ উপায়ে সারাদিন ডেটা বাবহারকরেও বাঁচিয়ে ফেলতে পারবেন ব্যালান্স। দেখে নিন কিভাবে-

এর জন্য প্রথমেই নিজেদের ফোনের সেটিং অপশনে যান সেখান থেকে এরপর সিম কার্ড এবং মোবাইল ডেটা অপশনে যেতে হবে। এরপর সেখানে অনেক অপশন আপনারা দেখতে পাবেন। সেখান থেকে ডেটা ইউসেজ অপশনটি সিলেক্ট করে তারমধ্যে যেতে হবে।

এখন মোবাইল ডেটা লিমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রতিদিন কত এমবি অথবা জিবি ডেটা আপনি খরচ করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এটা করলেই নিজেদের ডেলি ডেটা লিমিট সেট হয়ে হয়ে যাবে। এরপর আপনার যে লিমিট দেওয়া থাকবে সেই ডেটা ব্যবহার করার পরে নেট বন্ধ হয়ে যাবে। কিন্তু চাইলে এই লিমিট পরিবর্তনও করতে পারবেন।