শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

স্মার্টফোন জলে পরে গেলে কি করণীয়? জেনে নিন কি করা উচিত

সৌভিক বেজ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: মার্চ ১১, ২০২৩, ১১:৪৮ পিএম

স্মার্টফোন জলে পরে গেলে কি করণীয়? জেনে নিন কি করা উচিত
স্মার্টফোন জলে পরে গেলে কি করণীয়? জেনে নিন কি করা উচিত

যদি স্মার্টফোন জলে পড়ে যায় তাহলে দ্রুত সেখান থেকে তুলে ফোনটি একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছুন ও সুইচ অফ করে রাখুন। হেডফোন বা ইউএসবি লাগানো থাকলে তা অবশ্যই খুলে রাখুন। পারলে ফোনটি একটি শুকনো তোয়ালেতে জড়িয়ে রেখে দিন জল শুষে নেবে।

এছাড়া যদি জল থেকে তুলেই স্মার্টফোনটি ২৪-৪৮ ঘণ্টা চালের বস্তার ভিতর রাখা যায় তাহলেও হবে। চাল অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। তবে সাধারণত চালের বস্তায় প্রচুর ধুলো থাকে তাই দেখেশুনে রাখবেন। 

ভেজা চুল শুকোনোর জন্য বাড়িতে যে হেয়ার-ড্রায়ার থাকে, সেটা ভুলেও যেন ফোনের ভিতর জল ঢুকে গেলে শুকোনোর জন্য ব্যবহার করবেন না। কারণ, হেয়ার-ড্রায়ার থেকে যে গরম হাওয়া বেরোয়, তা আপনার ফোনের ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। 

পরিষ্কার জলে ফোন পড়ে গেলে ও তার ভিতরে জল ঢুকলে তবু স্মার্টফোনটি ঠিক হওয়ার কিছুটা আশা থাকে। কিন্তু সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে হাত ফসকে নোনা জলে ফোন পড়ে গেলে সেটা ঠিক হওয়ার আশা প্রায় থাকে না বললেই চলে। তাই সেক্ষেত্রে একটু সাবধান থাকুন।