বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

VI নিয়ে এলো মাত্র ২৫ টাকার ও ৫৫ টাকার রিচার্জ প্ল্যান, কি কি সুবিধা পাবেন? জানুন বিস্তারিত

সৌভিক বেজ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১১:৪৮ পিএম | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২, ০৫:৪৮ এএম

VI নিয়ে এলো মাত্র ২৫ টাকার ও ৫৫ টাকার রিচার্জ প্ল্যান, কি কি সুবিধা পাবেন? জানুন বিস্তারিত
VI নিয়ে এলো মাত্র ২৫ টাকার ও ৫৫ টাকার রিচার্জ প্ল্যান, কি কি সুবিধা পাবেন? জানুন বিস্তারিত

Vi এর এই প্রিপেইড প্ল্যান দুটি হল মূলত ‘৪জি ডেটা ওনলি ভাউচার’ , যার দাম রাখা হয়েছে ২৫ টাকা এবং ৫৫ টাকা। অর্থাৎ, এই প্ল্যানগুলি ব্যবহার করার জন্য অবশ্যই তোমাদের একটি বেস প্রিপেইড প্ল্যানের প্রয়োজন হবে গ্রাহকদের। 

ভোডাফোন আইডিয়ার এই ২৫ টাকা দামের ৪জি ডেটা ভাউচার প্ল্যানে মোট ১.১ জিবি ডেটা মিলবে, যা শুধুমাত্র ১ দিনের জন্যই বৈধ থাকবে। প্রসঙ্গত ১৯ টাকার আরেকটি ১ দিনের বৈধতাসম্পন্ন ৪জি ডেটা ভাউচার প্যাক রয়েছে, যা গ্রাহকদের মোট ১ জিবি ডেটা অফার করে। ফলে, মাত্র ১০০ এমবি অধিক ডেটা ব্যবহার জন্য ৬টাকা বেশি কেন দেবেন! আসলে ভোডাফোন তাদের ২৫ টাকার নতুন ডেটা ভাউচার প্ল্যানের সাথে সাত দিনের জন্য হাঙ্গামা মিউজিক অ্যাপে অ্যাড-ফ্রি মিউজিক শোনার সুবিধা দিচ্ছে, আর এই কারণেই ৬ টাকা অধিক চার্জ করা হচ্ছে।

এছাড়াও ভোডাফোন আইডিয়া ঘোষিত আরেকটি নতুন ডেটা ভাউচার প্ল্যানের দাম রাখা হয়েছে ৫৫ টাকা। এই ডেটা ভাউচারে মোট ৩.৩ জিবি ডেটা পাওয়া যাবে। পূর্ববর্তী ডেটা প্যাকের ন্যায় এর সাথেও অ্যাড-ফ্রি মিউজিক সুবিধা পাওয়া যাবে। তবে এই প্ল্যানে এক মাসের জন্য ভিআই অ্যাপ ব্যবহার করে আপনি নিজের পছন্দের গান শুনতে পারবেন।