শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

এবার স্ট্যাটাসে ভয়েস নোট দিতে পারবে ইউজাররা! নয়া ফিচার নিয়ে হাজির Whatsapp

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ১১:৪৫ পিএম | আপডেট: জুলাই ১৭, ২০২২, ০৫:৪৫ এএম

এবার স্ট্যাটাসে ভয়েস নোট দিতে পারবে ইউজাররা! নয়া ফিচার নিয়ে হাজির Whatsapp
এবার স্ট্যাটাসে ভয়েস নোট দিতে পারবে ইউজাররা! নয়া ফিচার নিয়ে হাজির Whatsapp

প্রতিদিনই নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা সংস্থাধীন whatsapp। এবার তারা কলিং অবতারসহ আরো কিছু ফিচার আনবে বলে শোনা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে Meta (মেটা) মালিকানাধীন সংস্থাটি এখন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

জেনে রাখা ভালো যে, বর্তমানে স্ট্যাটাস হিসেবে শুধুমাত্র ছবি এবং ভিডিও পোস্ট করতে পারেন ইউজাররা, কিন্তু উপরিউক্ত ফিচারটির আগমন ঘটলে ছবি এবং ভিডিওর পাশাপাশি তারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অডিও নোটও পোস্ট করতে পারবেন।

একটি রিপোর্টে বলা হয়েছে যে, স্ট্যাটাস আপডেট হিসেবে শেয়ার করা ভয়েস নোটকে ‘ভয়েস স্ট্যাটাস’ বলা যেতে পারে। এই ফিচারটির আগমন ঘটলে স্ট্যাটাস ট্যাবের নীচে একটি নতুন আইকন দেখা যাবে, যার সাহায্যে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

আরও জানা গিয়েছে যে, কোনো ইউজারের স্ট্যাটাস প্রাইভেসি সেটিংস অনুসারে নির্বাচিত ব্যক্তিরাই কেবলমাত্র তার স্ট্যাটাস দেখতে পাবেন। এবং স্ট্যাটাসে পোস্ট করা ইমেজ ও ভিডিওর মতো ভয়েস নোটও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে।