শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে, নতুন ফিচার নিয়ে হাজির Whatsapp

সৌভিক বেজ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ১১:৩৫ পিএম | আপডেট: নভেম্বর ৫, ২০২২, ০৫:৩৫ এএম

মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে, নতুন ফিচার নিয়ে হাজির Whatsapp
মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে, নতুন ফিচার নিয়ে হাজির Whatsapp

হোয়াটসঅ্যাপ তার লেটেস্ট আইওএস বিটা আপডেটে ইউজারদের জন্য সেন্ড করা মেসেজ এডিট করতে পারার নতুন ফিচার নিয়ে এসেছে। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, আইওএস বিটা ২২.২৩.০.৭৩ আপডেটে এই ফিচারটি চালু করা হয়েছে। সহজভাবে বললে, মেটা মালিকানাধীন কোম্পানিটি এখন তার ব্যবহারকারীদেরকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সেন্ড করা মেসেজগুলিকে এডিট করার সুবিধা করে দিচ্ছে।

এর সুবাদে আগামী দিনে ইউজাররা তাদের সেন্ড করা কোনো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করতে পারবেন। এডিট করা মেসেজের ক্ষেত্রে চ্যাট বাবলে একটি ‘এডিটেড’ লেখা লেবেলও দেখানো হবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, এডিট করার জন্য কিন্তু ইউজারদের কাছে মাত্র ১৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

তবে নতুন এই ফিচারটি এই মুহূর্তে শুধুমাত্র আইওএস বিটা অ্যাপে টেক্সট মেসেজ এডিট করা যাবে। অর্থাৎ, বর্তমানে ফটো, ভিডিও কিংবা ডকুমেন্টের সাথে পাঠানো ক্যাপশন কিন্তু ইউজাররা এডিট করতে পারবেন না। তবে WABetaInfo জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে এই সুবিধা দেয়া হতে পারে।

তবে বর্তমানে যেহেতু ফিচারটির বিটা টেস্টিং চলছে, তাই কবে এটি স্টেবল ভার্সনে রোলআউট হবে, সে সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপের লেটেস্ট আইওএস ২২.২৩.০.৭৩ ভার্সনটি ইন্সটল করলে এই ফিচারটি ব্যাবহার করতে পারবেন।