শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অবশেষে শীতের আগমন! ক্রমশ কমছে তাপমাত্রা, আজ মরশুমের শীতলতম দিন

০৯:২৮ এএম, ডিসেম্বর ১৪, ২০২১

অবশেষে শীতের আগমন! ক্রমশ কমছে তাপমাত্রা, আজ মরশুমের শীতলতম দিন

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রতীক্ষার অবসান। অবশেষে শীতের প্রবেশ ঘটল গুটি গুটি পায়ে। নিম্নমুখী তাপমাত্রা বলছে রাজ্যে শীতের প্রবেশ হয়ে গেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেও বৃষ্টির মুখমুখ হওয়ার পর, মানুষ অধৈর্য হয়ে পড়েছিলেন, শীতের অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। নিম্নমুখী তাপমাত্রা বলছে এবার লেপ বার করার সময় এসে গেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার, অর্থাৎ আজ শহরের শীতলতম দিন। গতকালের তুলনায় আরও ১ ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এই ঠাণ্ডা থাকবে। আগামী শনিবার এবং রবিবার তাপমাত্রা আরও কমতে পারে। নির্বাচনের দিনে অর্থাৎ রবিবার তাপমাত্রা থাকার সম্ভাবনা ১৩ ডিগ্রির কাছে।

অন্যদিকে, হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৫ দিন কলকাতা- সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রা ধাপে ধাপে কমবে। জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তুরে হাওয়া এখন বিনা বাধায় রাজ্যে প্রবেশ করছে। এই মুইহুরতে দিনের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গের সবকটি জেলায় কুয়াশার সম্ভবনা বেশি। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশাও থাকবে।  উল্লেখ্য, জাওয়াদের পর প্রচুর জলীয়বাষ্পের কারণে কলকাতায় শীতের প্রভাব বিস্তার হচ্ছিল না। সেই বাধা এই মুহূর্তে সম্পূর্ণ কেটে গিয়েছে।