বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

'ভারতের অন্যতম ম্যাচ উইনার'! পন্থের সেঞ্চুরিতে মুগ্ধ শচীন থেকে শেহবাগ, প্রশংসায় ভরালেন ক্রিকেটারকে

০৯:২৮ পিএম, জানুয়ারি ১৩, ২০২২

'ভারতের অন্যতম ম্যাচ উইনার'! পন্থের সেঞ্চুরিতে মুগ্ধ শচীন থেকে শেহবাগ, প্রশংসায় ভরালেন ক্রিকেটারকে

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস থামল ১৯৮ রানে। আর এই রানের সিংহভাগের কৃতিত্বই ঋষভ পন্থের। দলকে কঠিন সময়ে ক্রিজে নেমে একা হাতে শুধু ইনিংস সামলানোই নয়, সঙ্গে দুরন্ত শতরানও করেছেন ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার। শেষ অবধি অপরাজিও থেকেছেন। অপরদিকে আরেকটু সাহায্য পেলে হয়তো স্কোর আরও বাড়তে পারত। তবে এর মধ্যেও পন্থের লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসায় মেতেছেন প্রাক্তনীরা।

কেপটাউনে দল যখন বেশ চাপে, তখনই পন্থের ব্যাট থেকে এল ১৩৯ বলে অপরাজিত ১০০ রানের এক দুরন্ত ইনিংস। নিজের ইনিংস সাজালেন ৬টি চার ও ৪টি ছয়ে। আর তা দেখেই মুগ্ধ শচীন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠানের মতো কিংবদন্তিরা। ট্যুইটারে পন্থের প্রতি প্রশংসাসূচক বার্তায় ভরিয়ে দিলেন তাঁরা। শেহবাগ তো আবার এও বলে বসলেন, বর্তমানে ভারতের ম্যাচ উইনারদের মধ্যে অন্যতম হলেন পন্থ।

https://twitter.com/sachin_rt/status/1481618302862458881?t=j4-0hkezXsiTIY72-cW2dA&s=19 https://twitter.com/virendersehwag/status/1481617385807544321?t=MWR6GY-RKzihPxvRLWTXEg&s=19 আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে একেবারেই অফ ফর্মে ছিলেন পন্থ। ম্যাচের পর ম্যাচ ভুল শট খেলে আউট হয়েছেন। এমনকি গত ম্যাচে এত বাজে ভাবে বল মারতে গিয়ে আউট হয়ে ফিরেছিলেন যে স্বয়ং গাভাসকার অবধি ক্ষুধ হয়ে পন্থের সমালোচনায় মেতেছিলেন। সেই সব সমালোচনার জবাব এবার কেপটাউনে নিজের ব্যাটের মাধ্যমে দিলেন পন্থ। আগ্রাসী মনোভাব নিয়ে খেলে দলকে পৌঁছে দিলেন লড়াই করার মতো জায়গায়। আর তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে অনুরাগী থেকে শুরু করেছেন বিশিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞরাও।

https://twitter.com/IrfanPathan/status/1481616579268079617 https://twitter.com/cricketaakash/status/1481618060830289927?t=vUWLHajFE7gngIZqgq1m7Q&s=19