বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ডিসেম্বরের এই তারিখের মধ্যেই সারতে হবে মাধ্যমিকের টেস্ট, স্পষ্ট নির্দেশ পর্ষদের

০৫:২০ পিএম, ডিসেম্বর ১, ২০২১

ডিসেম্বরের এই তারিখের মধ্যেই সারতে হবে মাধ্যমিকের টেস্ট, স্পষ্ট নির্দেশ পর্ষদের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। বলা হয়েছে ডিসেম্বরের ১৩ থেকে ২৪ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে স্কুলগুলিকে।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে কম টানাপোড়েন হয়নি। করোনার কারণে একেবারে শেষমুহুর্তে বাতিল হয় পরীক্ষা। এদিকে, আগামী বছর ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের নভেম্বরের স্কুল-কলেজ খোলার আগেই নির্ঘণ্ট ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। এনমকী এবার পড়ুয়াদের টেস্টের নেওয়ার কথাও ঘোষণা করে দেওয়া হয়েছিল। তবে, কবে হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা? এবার তাই স্পষ্ট করে জানিয়ে দিল পর্ষদ, নির্দেশিকা জারি করে।

শুধুমাত্র মাধ্যমিকের টেস্টের সময়সীমা বেঁধে দেওয়াই নয়, প্রতিটি পরীক্ষার পর প্রশ্নপত্র ওয়েবসাইটে আপলোড করা অথবা সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলকে। টেস্টের প্রশ্নপত্র মাধ্যমিকের আদলেই তৈরি করতে হবে । এমনটাই বলা হয়েছে।