বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যের দৌড়গোড়ায় ২০২১ এর বিধানসভা ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে আসরে নেমে পড়েছে। আর ইতিমধ্যেই কয়েক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের পালা।
প্রসঙ্গত আগামীকাল রবিবার আনুষ্ঠানিক ভাবে ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই ইস্তেহার প্রকাশ করবেন। নির্বাচনের আগে দফায় দফায় বঙ্গসফরে এসে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন মোদি, শাহ, জেপি নাড্ডার মত কেন্দ্রীয় নেতৃত্ব রা। এবার এই ছাপ পরতে চলেছে ইস্তেহারেও। জানা যাচ্ছে মূলত ইস্তাহারে জোর দেওয়া হয়েছে সোনার বাংলায়।
উল্লেখ্য ক্ষমতায় এলে পদ্মশিবির কী কী করতে চায় সেসব বিষয়ই তুলে ধরা হবে এই ইস্তাহারে এমনটাই জানা যাচ্ছে। বিজেপি সূত্রের খবর, ইস্তেহারে কর্মসংস্থান, শিক্ষাঙ্গনে বিশুদ্ধতা, শিক্ষক নিয়োগে দুর্নীতি দূর ইত্যাদি প্রতিশ্রুতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প এর সূচনা করার কথাও উল্লেখ থাকতে পারে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। সেখানে বিগত বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে। পাশাপাশি ক্ষমতায় এলে ঘাসফুল শিবির আরও কী কী উন্নয়ন করবে সেই প্রতিশ্রুতি দিয়েও ইতিমধ্যেই স্থানীয় ইস্তেহার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। এখন দেখার, বিজেপির ইস্তেহারে চমক কতটা থাকে।
প্রসঙ্গত, আজ খড়্গপুরে জনসভায় উপস্থিত রয়েছেন মোদি। জানা গিয়েছে, আগামী সোমবার এবং বুধবারও মোদির রাজ্যে আসার কথা। এর মধ্যেই রবিবার রাজ্যে আসবেন অমিত শাহও। পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করবেন তিনি।