বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

দীপাবলীর আগে কড়া করোনা বিধি মানার নির্দেশ কেন্দ্রের

১০:০২ এএম, অক্টোবর ২৪, ২০২১

দীপাবলীর আগে কড়া করোনা বিধি মানার নির্দেশ কেন্দ্রের
পূজার পর ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। তবে এই সংক্রমণ যাতে আরো বেশ কিছুটা না বাড়ে তার জন্য দীপাবলীর আগেই সতর্ক করল কেন্দ্র। কি মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান দের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। আসন্ন উৎসব গুলি যেমন দীপাবলি ছাড়াও বাকি যে সমস্ত উৎসব আসছে তাতে যেন কোন মতেই ছাড় দেওয়া না হয় সে বিষয়ে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। বলা হয়েছে যে সমস্ত উৎসব দেশব্যাপী পালন করা হয় সেগুলি ছাড়াও বিভিন্ন উৎসবে কড়া সুরক্ষা বিধি মেনে চলতে হবে। অন্যদিকে রাজ্যগুলির প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখা হয়েছে, উৎসব আবহে করোনা বিধি মেনে চলার জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তা কোনোভাবেই মানছেনা রাজ্যগুলি। তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সে জন্য আগে থেকেই সর্তকতা নিতে হবে। চিঠিতে তিনি আরো লিখেছেন, "কনটেইনমেন্ট জোন চিহ্নিত করার পাশাপাশি মাস্ক পড়াতেও জোর দিতে হবে। যে সমস্ত এলাকায় কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে সেখানে কোনো রকম জনসমাগম করা চলবে না। অন্যদিকে 5% করে নিশ্চিত সংক্রমণ আসছে যে সমস্ত এলাকা থেকে সেখানে বাড়তি সর্তকতা নিতে হবে।" ফুলের প্রতি নির্দেশ দিয়ে বলা হয়েছে, রাজ্যকে তার সংশ্লিষ্ট জেলা এবং এলাকার মানুষদের জানাতে হবে কোনরকম জমায়েত করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। সীমিত সংখ্যক জামায়াতের ক্ষেত্রে অনুমতি নিতে হবে। পাশাপাশি কোনরকম কভিদ বিধি লংঘন করা হলে সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।