বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রন করতে GST -র আওতায় আনার প্রস্তাব দিল কেন্দ্র!

০৪:৪৪ পিএম, ফেব্রুয়ারি ২৩, ২০২১

পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রন করতে GST -র আওতায় আনার প্রস্তাব দিল কেন্দ্র!
বংনিউজ২৪x৭ ডেস্কঃ বর্তমানে মধ্যবিত্তের জীবন চালানো দুস্কর হয়ে উঠেছে। পরপর টানা ১২ দিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে বৃদ্ধি পেয়েছে পেট্রোল, ডিজেলের দাম। সেঞ্চুরি করার পথে হাঁটছে পেট্রোল-ডিজেলের দাম। চিন্তায় মধ্যবিত্তরা। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৯১.১২ টাকা। অন্যদিকে আজ কলকাতায় ডিজেলের দাম লিটারে ৮৪.২০ টাকা। আর এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কথা ভেবে রবিবার সুখবর দেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রবিবার রাজ্য সরকার আংশিক সেস প্রত্যাহার করে। অর্থমন্ত্রী অমিত মিত্র জানান পেট্রোপণ্যের দামে ১ টাকা ছাড় দেবে রাজ্য। সোমবার থেকেই অর্থাৎ সোমবার মধ্যরাত থেকেই এই ছাড় কার্যকর হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। https://twitter.com/ANI/status/1364121565663698944 প্রসঙ্গত অনেক রাজ্যে সেঞ্চুরি করেছে পেট্রোলের দাম। তার জেরে বৃদ্ধি পেয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। যেমন মুম্বাই -এ পেট্রোলের দাম বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেয়ে চলেছে অটো ও ট্যাক্সির ভাড়াও। তাই এবার GST এর আওতায় পেট্রোপন্যকেও যুক্ত করার কথা জানাল কেন্দ্র। উল্লেখ্য মঙ্গলবার অসমে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, তারা পেট্রোপণ্য GST-এর আওতায় আনার প্রস্তাব জানিয়েছেন। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে GST Council। তিনি জানিয়েছেন এতে সাধারন মানুষের লাভ হলেও পেট্রোলজাত দ্রব্যে পাওয়া লভ্যাংশ হ্রাস পাবে রাজ্যগুলিতে।