শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ খারিজ করল কমিশন

১০:১৫ এএম, এপ্রিল ২৬, ২০২১

মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ খারিজ করল কমিশন

সপ্তম দফাতেও বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। এদিন সকালে মুর্শিদাবাদের রাণীনগরে বিজেপি প্রার্থীর গাড়ির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন।

মুর্শিদাবাদের রেজিনগরের বিজেপির প্রার্থীর মাতোয়ারা খাতুনের অভিযোগ, 176 নম্বর বুথের মহিলা ভোটারদের তৃণমূলের কর্মী সমর্থকরা হুমকি দিচ্ছিলেন। অভিযোগ পেয়ে সেখানে অভিযান বিজেপি প্রার্থী মাতোয়ারা খাতুন। তখনই তার গাড়িতে তৃণমূল হামলা করে বলে অভিযোগ করেন তিনি।

মাতোয়ারা খাতুন আরও অভিযোগ করে জানান, বুথের কাছাকাছি পৌঁছতেই তৃণমূলের কিছু দুষ্কৃতী তার গাড়ির ওপর হামলা চালায়। লাঠি দিয়ে ভাঙচুর করে। নিকিতাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও জানান তিনি।

এই ঘটনা জানার পর সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠান কমিশন। তবে বেশ কিছুক্ষণ পর কমিশনের তরফ এ জানানো হয় রাণীনগরে বিজেপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ এসেছে তা ভিত্তিহীন। গাড়ি ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। মনকে স্থানীয় প্রশাসন জানিয়েছে সেখানে গাড়ি ভাঙচুর করার মতো কোনো ঘটনা হয়নি।