বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পুরভোট হবে পুরোনো ইভিএমেই! মেশিন পরীক্ষা করছে কমিশন

০৯:০৪ এএম, নভেম্বর ১৮, ২০২১

পুরভোট হবে পুরোনো ইভিএমেই! মেশিন পরীক্ষা করছে কমিশন

রাজ্যের কেনা পুরনো ইভিএম মেশিনেই হবে পুরভোট। আর সেই মতই ইভিএম মেশিন গুলোকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিলো রাজ্য নির্বাচন কমিশন। একইসঙ্গে জানা গিয়েছে, কোনও ভাবেই ভিভিপ্যাটে ভোট হবে না এবার।

১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা। কিন্তু এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন হওয়ায় ভোটের বিজ্ঞপ্তি এখন কমিশন জারি করতে পারবে না বলেই নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এই সব কিছুর মধ্যেও পুরভোটের প্রস্তুতি সেরে রাখছে রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, রাজ্যের কেনা ইভিএম মেশিনগুলো এম-১ ও এম-২ সিরিজের মেশিনেই ভোট হবে। পুরভোটের আগে তাই এখন জোর কদমে চলছে মেশিন পরীক্ষার কাজ। এদিকে, রাজ্যের ব্যবহার করা ইভিএমে ভিভিপ্যাটে লাগানো যাবে না, তাই পুরভোটে থাকছে না ভিভিপ্যাট। যদিও কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন উন্নতমানের মেশিন ব্যবহার করে। কিন্তু তা সত্ত্বেও পুরভোট হবে পুরনো ইভিএমেই।