শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আজ থেকেই রাজ্যে শুরু হল ‘দুয়ারে রেশন’পাইলট প্রজেক্ট! বাড়িতে পৌঁছাচ্ছে খাদ্যসামগ্রী!

১২:০৪ পিএম, মে ২১, ২০২১

আজ থেকেই রাজ্যে শুরু হল ‘দুয়ারে রেশন’পাইলট প্রজেক্ট! বাড়িতে পৌঁছাচ্ছে খাদ্যসামগ্রী!

বংনিউজ২৪x৭ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে অনেক প্রতিশ্রুতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় প্রতিশ্রুতি ছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। ভোটপ্রচারে গিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ফের একবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের মানুষের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে তাঁর সরকার। তৃণমূলের ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷ আজ থেকেই রাজ্যে শুরু হল ‘দুয়ারে রেশন’পাইলট প্রজেক্ট।

প্রসঙ্গত পাইলট প্রজেক্ট অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে রেশন দোকান থেকে সংলগ্ন একটি পাড়া বা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া হবে বলেই জানা গেছে৷ তবে তবে ভৌগলিক কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এবং দুর্গম এলাকাগুলিতে এখনই এই প্রকল্প চালু হবে না৷ অন্যদিকে প্রথম ১৫ দিন প্রকল্পের জন্য জিনিস রেশন দোকান থেকে নিয়েই সরবরাহ করবেন রেশন ডিলাররা৷ এছাড়া প্যাকেজিং এর জন্য আলাদা খরচ দেবে রাজ্য৷ অন্যদিকে এই প্রকল্প চালানোর জন্য রেশন ডিলারদের প্রতি কুইন্টালে ২০০ টাকা করে কমিশন দিতে হবে বলেও জানা গেছে৷

[caption id="attachment_15321" align="alignnone" width="875"]আজ থেকেই রাজ্যে শুরু হল ‘দুয়ারে রেশন’পাইলট প্রজেক্ট! বাড়িতে পৌঁছাচ্ছে খাদ্যসামগ্রী! আজ থেকেই রাজ্যে শুরু হল ‘দুয়ারে রেশন’পাইলট প্রজেক্ট! বাড়িতে পৌঁছাচ্ছে খাদ্যসামগ্রী![/caption]

অন্যদিকে আজ থেকে ‘দুয়ারে রেশন’ পাইলট প্রজেক্ট হিসেবে হুগলির বাঁশবেড়িয়া, হাওড়ার বালি-বেলুড়, উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, ব্যারাকপুরের বরানগর সহ আসানসোলের মোট ২৩৪ জন রেশন কার্ড হোল্ডারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছেছে। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, নুন, চিনি, তেল, মশলা ইত্যাদি দেওয়া হয়েছে। করোনা বিধি মেনে খাদ্য দফতর, পশ্চিমবঙ্গ ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় পুরসভার প্রতিনিধিরা এই কর্মসূচী যৌথ ভাবে সম্পন্ন করেন। লকডাউন মাঝে বাড়িতে রেশন পেয়ে খুশি প্রকাশ করেন গ্রাহকরাও।