মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

দীর্ঘ জল্পনা শেষে আজই ঘোষণা হতে চলেছে বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট

১২:৩৭ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০২১

দীর্ঘ জল্পনা শেষে আজই ঘোষণা হতে চলেছে বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট

বংনিউজ২৪x৭ ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে আজই ঘোষণা হতে চলেছে নির্বাচনের নির্ঘণ্ট। এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। জানা গেছে ৭-৯ দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে।

প্রসঙ্গত আজ বিকেল ৪.৩০ নাগাদ পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক সুনীল অরোরার উপস্থিতিতে আজ কমিশনের পদাধিকারীদের বৈঠক হবে বিজ্ঞান ভবনে তারপরই ঘোষিত হবে পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট। এই করোনা আবহের মাঝে যাতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয় সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই গতমাসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বঙ্গসফরে হাজির হয়েছিল। অন্যদিকে নির্বাচনের দিন ঠিক হওয়ার আগেই রাজ্যে হাজির হয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

উল্ল্রখ্য রাজ্যের দৌড়গোড়ায় ২০২১ এর বিধানসভা ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে আসরে নেমে পড়েছে। চলছে তৃণমূল-বিজেপি বিরোধ। যেকোন সভায় দুই দলের নেতারা একে অপরকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন। শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য অপেক্ষায় রাজনৈতিক মহল সহ জনগন। বিধানসভার ভোটের ফলাফলেই জানা যাবে কে হবে বাংলার শাসক।