শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১লা জুলাই থেকেই বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC কোড, রইলো বিস্তারিত

০৭:৫১ পিএম, মে ২৮, ২০২১

১লা জুলাই থেকেই বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC কোড, রইলো বিস্তারিত

বংনিউজ২৪x৭ ডেস্কঃ ২০১৯ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণ করার কথা ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্ক সংযুক্তকরণ করার পদক্ষেপ গ্রহণ করেছে এবং বর্তমানেও করছে। এছাড়া আগামীতেও এই পদক্ষেপ নেবে ব্যাঙ্কগুলি।

অন্যদিকে এই সংযুক্তিকরণের কারণে ইতিমধ্যেই বদলেছে একাধিক ব্যাঙ্কের IFSC কোড থেকে চেকবুক ইত্যাদি। আর এবার এই সংযুক্তিকরণের পথে রয়েছে সিন্ডিকেট ও কানাড়া ব্যাঙ্ক। অর্থাৎ এবার সিন্ডিকেট ব্যাঙ্কের সাথে সংযুক্তিকরণ হচ্ছে কানাড়া ব্যাঙ্কের। আর সেকারণেই এবার পরিবর্তন হতে চলেছে সিন্ডিকেট ব্যাঙ্কের IFSC কোড। আর এবিষয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে।

https://twitter.com/canarabank/status/1397826723933212677

প্রসঙ্গত আগামী ১ লা জুলাই থেকেই বদলে যাবে সিন্ডিকেট ব্যাঙ্কের IFSC কোড। ১লা জুনের পর থেকে পুরাতন IFSC কোড আর কাজ করবে না বলেই জানা যাচ্ছে। আর তাই ৩০ জুন এর মধ্যে সিন্ডিকেট ব্যাঙ্ক গ্রাহকদের তাদের নয়া IFSC কোড সংগ্রহ করতে হবে। সুত্র মারফৎ জানা গেছে নয়া IFSC কোড হবে ১১ ডিজিটের।