শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উদ্ধার কার্যে ঝাঁপাচ্ছে রাজ্য! উন্নত করা হচ্ছে জলপাইগুড়ি হাসপাতালের পরিকাঠামো

১০:২১ পিএম, জানুয়ারি ১৩, ২০২২

উদ্ধার কার্যে ঝাঁপাচ্ছে রাজ্য! উন্নত করা হচ্ছে জলপাইগুড়ি হাসপাতালের পরিকাঠামো

১৫৩৬৬ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ৭০০ জন যাত্রীর কিছু বুঝে ওঠার আগেই লাইনচ্যুত হয়ে গিয়েছে ৬টি বগি। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। এবার আহতদের উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি হাসপাতালের পরিকাঠামোকে আরও উন্নত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা হাসপাতালে কন্ট্রোল রুমও খোলা হচ্ছে৷ এ ছাড়াও পোর্টেবল এক্স রে মেশিন, সিটি স্ক্যান, এমআরআই মেশিন আনা হচ্ছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে৷ এছাড়াও প্রয়োজনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সদের দল আনা হবে জলপাইগুড়িতে৷

তবে শুধু জলপাইগুড়ি জেলা হাসপাতাল নয়, ময়নাগুড়ি হাসপাতালেও তৈরি রাখা হচ্ছে পরিকাঠামো। তৈরি রাখা হচ্ছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে৷ জেলার বিভিন্ন ব্লক থেকে চিকিৎসক এবং নার্সদের জরুরি ভিত্তিতে জেলা হাসাপাতালে নিয়ে আসা হচ্ছে৷ যে হাসপাতালে যেমন অতিরিক্ত চিকিৎসক এবং নার্স প্রয়োজন তেমন পাঠানো হচ্ছে। এছাড়াও শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।