শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা, কোথায় কে দাঁড়াচ্ছেন দেখে নিন একনজরে

০৪:০৮ পিএম, মার্চ ৫, ২০২১

প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা, কোথায় কে দাঁড়াচ্ছেন দেখে নিন একনজরে

বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যের দৌড়গোড়ায় ২০২১ এর বিধানসভা ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে আসরে নেমে পড়েছে। অবশেষে আজ তৃণমূলের প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোথায় কোন প্রার্থী দাঁড়াবেন দেখে নিন একনজরে..

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস মোট ২৯১টি আসনে প্রার্থী দেবে বলে জানা গেছে। নন্দীগ্রাম এ দাঁড়াবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভবানীপুরে দাঁড়াবেন শোভন দেব চট্টোপাধ্যায়। বাঁকুড়ায় দাঁড়াবেন সায়ন্তিকা ব্যানার্জি, ব্যারাকপুরে দাঁড়াবেন রাজ চক্রবর্তী, রাসবিহারী তে দাঁড়াবেন দেবাশিষ কুমার, ডোমজুর এ দাঁড়াবেন কল্যাণ ঘোষ। বেলগাছিয়ায় দাঁড়াবেন অতীন ঘোষ। দমদম উত্তরে দাঁড়াবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শিলিগুড়িতে দাঁড়াবেন ওম প্রকাশ মিশ্র, সায়নী ঘোষ দাঁড়াবেন আসানসোল দক্ষিণ, সিঙ্গুরে দাঁড়াবেন বেচারাম মান্না, ডেবরায় দাঁড়াবেন হুমায়ুন কবীর, কামারহাটিতে দাঁড়াবেন মদন মিত্র, কৌশানি দাঁড়াবেন কৃষ্ণনগর উত্তর। উলুবেড়িয়ায় দাঁড়াবেন বিদেশ বসু, দিনহাটা দাঁড়াবেন উদয়ন গুহ, ফালাকাটা দাঁড়াবেন সুভাষ রায়, ধূপগুড়ি দাঁড়াবেন মিতালি রায়, শিবপুরে দাঁড়াবেন মনোজ তিওয়ারি, ঝাড়গ্রামে দাঁড়াবেন বীরবাহা সোরেন, চণ্ডীপুরে দাঁড়াবেন সোহম চক্রবর্তী, যাদবপুর দাঁড়াবেন দেবব্রত মজুমদার, ঝাড়গ্রামে দাঁড়াবেন বীরবাহা হাঁসদা।

https://www.facebook.com/AITCofficial/posts/3925528224153319

অন্যদিকে নাগরাকাটা দাঁড়াবেন জোশেপ মুণ্ডা, বালুরঘাট দাঁড়াবেন শেখর দাসগুপ্ত, কালিয়াগঞ্জ দাঁড়াবেন তপন দেব সিনহা, মেদিনীপুরে দাঁড়াবেন জুন মালিয়া, পুরুলিয়া দাঁড়াবেন সুজয় বন্দ্যোপাধ্যায়, আরামবাগে দাঁড়াবেন সুজাতা মণ্ডল খাঁ, ডাবগ্রাম দাঁড়াবেন ফুলবাড়িতে গৌতম দেব, পিংলা দাঁড়াবেন অজিত মাইতি, রামবগর দাঁড়াবেন অখিল গিরি, কেশপুর দাঁড়াবেন শিউলি সাহা, হাবিবপুর দাঁড়াবেন সরলা মণ্ডল, জঙ্গীপুরে দাঁড়াবেন জাকির হোসেন।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/490857808759476

এছাড়া হরিরামপুরে দাঁড়াবেন বিপ্লব মিত্র, কাকদ্বীপে দাঁড়াবেন মন্টুরাম পাখিরা, ভাঙড়ে দাঁড়াবেন রেজাউল করিম, ক্যানিং দাঁড়াবেন পূর্ব সাওকত মোল্লা, বেহালা দাঁড়াবেন পূর্বে রত্না চট্টোপাধ্যায়, কলকাতা পোর্ট দাঁড়াবেন ফিরহাদ হাকিম, হাওড়া মধ্য দাঁড়াবেন অরূপ রায়, হাওড়া উত্তরে দাঁড়াবেন গৌতম চৌধুরী, চিরঞ্জিৎ দাঁড়াবেন বারাসত এ, ফাঁসিদেওয়া দাঁড়াবেন ছোটন কিস্কু, হাবড়ায় দাঁড়াবেন জ্যোতিপ্রিয় মল্লিক, বরাহনগরে দাঁড়াবেন তাপস রায়, গরবেতা উত্তরা দাঁড়াবেন সিং হাজরা, চন্দননগরে দাঁড়াবেন ইন্দ্রনীল সেন, টালিগঞ্জে দাঁড়াবেন অরূপ বিশ্বাস, রত্না দে নাগ দাঁড়াবেন পাণ্ডুয়া, কোচবিহারে দাঁড়াবেন উত্তর বিনয় বর্মন, দিনহাটায় দাঁড়াবেন উদয়ন ঘোষ, রানীগঞ্জ দাঁড়াবেন তাপস বন্দ্যোপাধ্যায়।