বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি এনআইএ-র

১০:০৭ পিএম, নভেম্বর ১২, ২০২১

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি এনআইএ-র

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় ধৃত তৃণমূল কর্মী নমিত সিংয়ের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় তল্লাশি চালালো এনআইএ।এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১১ জনের দল তল্লাশি চালাতে আসে অভিযুক্তের বাড়িতে।

চলতি বছরের ৮ সেপ্টেম্বর সকালে সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। এরপর সেই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে জগদ্দল মেঘনা মোড়ের বাসিন্দা ১৮ বছরের আরিফ আকতার ওরফে মহম্মদ চাঁদ এবং ১৫ বছরের সনু জয়সওয়াল ওরফে তেলুয়াকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। এরপরেই প্রকৃত দোষীদের গ্ৰেপ্তারের জন্য এনআইএ তদন্তের দাবি করেছিলেন ব্যারাকপুরের সাংসদ।

[caption id="attachment_39665" align="alignnone" width="1000"] অভিযুক্ত নমিত সিং[/caption]

এরপরেই এদিন সন্ধ্যেয় সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় ধৃত স্থানীয় তৃণমূল কর্মী নমিত সিংয়ের বাড়িতে তদন্তে আসেন এনআইএ-র এগারো জনের টিম। তারা নমিতের ঘরে তল্লাশি চালায়। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ তদন্তকারীরা। এর আগে কেন্দ্রীয় এজেন্সি এনআইএর তদন্তকারী অফিসারেরা তদন্তের জন্য বেশ কয়েকবার মজদুর ভবনেও এসেছেন।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর জগদ্দল থানার পুলিশ তৃণমূল কর্মী নমিত সিং-কে গ্রেপ্তার করে। তদন্তের জন্য পুলিশের কাছ থেকে নমিতকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। নমিত এখন প্রেসিডেন্সি জেলে বন্দি আছে।