বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মধ্যবিত্তের মাথায় হাত! নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সাথে বৃদ্ধি পেল সরষের তেলের দামও

০৭:০১ পিএম, এপ্রিল ১৪, ২০২১

মধ্যবিত্তের মাথায় হাত! নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সাথে বৃদ্ধি পেল সরষের তেলের দামও

বংনিউজ২৪x৭ ডেস্কঃ করোনার দ্বিতীয় ডেউয়ে ফের নাজেহাল দেশবাসী। বাড়ছে সংক্রমণের হার। দেশের বিভিন্ন অংশে জারি হয়েছে নাইট কার্ফু। আর তার জেরে ব্যাবসা বাণিজ্যও ক্ষতির মুখে পরেছে বলে জানা যাচ্ছে। কনফেডারেশন অফ ইন্ডিয়া ট্রেডার্স সূত্রে খবর প্রায় ৪৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যাবসা বাণিজ্যে। আর এরই মাঝে বৃদ্ধি পেয়ে চলেছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

উল্লেখ্য সরষের তেলের দাম পৌঁছেছে ২০০ টাকার কাছাকাছি। জানা গেছে পাম তেল বাদে রিফাইন তেল, বাদাম তেল সহ সকল ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে ভোজ্য তেলের দাম আগামী দিনে ফের বাড়তে পারে৷ শুধু তেল নয় এক বছরে ১৩.২৫ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে ডালেরও। গতমাসে বৃদ্ধি পেয়েছে মুগ ও মুসুর ডালের দামও। এছাড়া কৌটোর দুধের দাম ৩২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৪০ টাকা৷

মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বৃদ্ধিতে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। করোনার জেরে মানুষের আর্থিক অনেকটাই ক্ষতির মুখে। আর তার মাঝে জিনিসের দাম বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দারাচ্ছে। তবে এপ্রসঙ্গে গ্লোবাল এক্সস্ট্যাকস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দাবি সংস্থার তরফ থেকে বিবি মেহেতা জানান, এই বছর বাদাম, সয়াবীন ও সরষের ফলন হয়েছে। তাই জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান ৷