বংনিউজ২৪x৭ ডিজিট্যাল ডেস্কঃ নয়া দিল্লিঃ আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তিনি ১৮৬৩ সালের ১২ ই জানুয়ারি জন্মগ্রহন করেছিলেন। এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ১৯০২ সালের ৪ ঠা জুলাই। আজ তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের দ্বারা যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
स्वामी विवेकानंद को उनकी जयंती पर कोटि-कोटि नमन।
This Vivekananda Jayanti, there’s a creative effort on the NaMo App that lets you share his thoughts and a personalised message.
Let us spread Swami Vivekananda’s dynamic thoughts and ideals far and wide! https://t.co/lMjQwqH0M2 pic.twitter.com/Nh4ZVtn3k7— Narendra Modi (@narendramodi) January 12, 2021
তিনি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি ভাষণে বলেন, স্বামীজির জন্মদিবস সকলকে প্রেরণা জুগিয়ে থাকে। স্বামীজির প্রভাব আজও বিদ্যমান। তিনি স্বামীজির কথা বলতে গিয়ে স্বামীজির এক উক্তি সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, স্বামীজীর কথায় রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি করে নির্ভীক, পরিষ্কার হৃদয়ের সাহসী ও উচ্চাকাঙ্খী যুব সমাজ। অর্থাৎ তরুণ প্রজন্মের ওপর স্বামী বিবেকানন্দ এর নিবিড় বিশ্বাস ছিল।
Addressing the National Youth Parliament Festival. https://t.co/OtaqUrBnZS
— Narendra Modi (@narendramodi) January 12, 2021
উল্লেখ্য প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয়তাবাদ নিয়ে স্বামীজির উক্তি, অধ্যাত্মবাদ নিয়ে স্বামীজির উক্তি, মানব সেবা নিয়ে স্বামীজির উক্তি, রাষ্ট্রনির্মাণ নিয়ে স্বামীজির উক্তি সব কিছুই বর্তমানে আমাদের মনকে প্রবল ভাবে প্রভাবিত করে। আজকের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই স্বামীজির নানা উক্তি তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।