শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে নদিয়ায় শুরু প্রবীণদের টিকাকরণ

০৩:৪১ পিএম, মার্চ ২, ২০২১

করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে নদিয়ায় শুরু প্রবীণদের টিকাকরণ

নিজস্ব প্রতিবেদনঃ নদিয়াঃ মলয় দেঃ দেরিতে হলেও প্রত্যাশা পূরণ হচ্ছে প্রায় সকলের! সরাসরি করোনার সাথে কাজ করা সাফাই কর্মী, ডাক্তার, বিভিন্ন স্বাস্থ্যকর্মী,পুলিশ প্রশাসন এর করোনা টিকা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে! এবার পালা প্রবীন নাগরিকদের। গতকাল নদীয়া জেলায় বিভিন্ন স্টেট জেনারেল হাসপাতালে এবং ভ্যাকসিন টিকা প্রদানকারী স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছে, ষাটোর্ধ্ব স্বাভাবিক প্রবীণ এবং চল্লিশোর্ধ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের টিকাকরণ।

আজ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, দেখা গেল এ ধরনের ২২ জন প্রবীনদের। তাদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন সংবাদমাধ্যমের দ্বারা স্বাস্থ্য দপ্তরে নির্দেশ জানতে পেরে, তারা অনেকেই আবেদন করেছিলেন অনলাইনে, যারা বুঝতে পারেননি তারা সরাসরি হাসপাতালে পরিচয় পত্র নিয়ে নাম নথিভুক্ত করিয়ে গিয়েছিলেন।

আর তারপর আজ ভ্যাকসিন নিয়ে তারা আপ্লুত। সরকারের এহেন প্রচেষ্টায় তারা খুশি প্রকাশ করেছে। কারণ ইমিউনিটি পাওয়ার বয়স জনিত কারণে অনেকটাই কমে যায় সে ক্ষেত্রে করোনা আক্রান্ত হলে তা গুরুতর আকার নেয়। তবে এ টিকাদানের ব্যবস্থা গ্রাম এবং শহরে ছড়িয়ে পড়বে আরো দু'একটি জায়গায়, তখন প্রায় সকল প্রবীণরাই সুযোগ পাবেন বলেই জানা যায় হাসপাতাল সূত্রে। আজ কো-উইন অ্যাপ এর বিভ্রাটের কারণে টিকাকরণ পদ্ধতিও বাধাপ্রাপ্ত হয় বেশ কিছুক্ষণ।