শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমানের প্রেক্ষিতে অমিত শাহকে সমন পাঠাল বিশেষ আদালত

০৯:৪৪ পিএম, ফেব্রুয়ারি ১৯, ২০২১

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমানের প্রেক্ষিতে অমিত শাহকে সমন পাঠাল বিশেষ আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। সেই মামলাতেই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন পাঠাল বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহ অথবা তাঁর কোনও প্রতিনিধিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালের ২৮ আগস্ট কলকাতার মেয়ো রোডের জনসভায় অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। ডায়মন্ড হারবারের সাংসদকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক। একটি বিবৃতিতে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালের ১১ অগস্ট মেয়ো রোডে বিজেপির একটি সভায় অভিষেকের উদ্দেশে মানহানিকর মন্তব্য করেছিলেন শাহ। তার ভিত্তিতে ২৮ অগস্ট মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক। সেই মামলায় শাহকে সমন পাঠানো হয়েছে।অভিষেকের আইনজীবী জানান, বারাসতে জনপ্রতিনিধিদের জন্য নির্দিষ্ট আদালতে অমিতবাবু বা তাঁর আইনজীবীকে উল্লেখিত সময়ে হাজিরা দিতে হবে।