বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে টক্কর দিতে তৈরি হচ্ছে তৃণমূল

০৯:৫৫ এএম, জুন ২৮, ২০২১

সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে টক্কর দিতে তৈরি হচ্ছে তৃণমূল

বিজেপির আইটি সেলকে টক্কর দিতে লোক নিচ্ছে তৃণমূল। এবার সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে কর্মী নিয়োগ করছে ঘাসফুল শিবির। নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া যোদ্ধা। মূলত বিজেপির আইটি সেল এর সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রচার চালাতে দক্ষ লোক নিয়োগ করছে তৃণমূল।

গতবারের লোকসভা নির্বাচনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে শুরু করেছে তৃণমূল। কিশোরের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলিকে জনসভা ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তারা। বিরোধী দলগুলোর বিরুদ্ধে সরানো হোক বা বিভিন্ন ইস্যুতে বারবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জনসমক্ষে আসতে চেয়েছে ঘাসফুল শিবির। বিভিন্ন ইস্যুতে মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবে চলেছিল প্রচার। তাই এবারও সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই এগোনোর জন্য কর্মী নিয়োগ করছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, ২০২৪ এর আগে রাজনৈতিক লড়াইয়ে সোশ্যাল মিডিয়ায় জোর দিচ্ছে ঘাস ফুল শিবির। জেলা ভিত্তিক তৈরি করা হচ্ছে এই টিম। দল থেকেই প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। এবার তাদের দিয়েই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আরো জনসাধারণের ঘরে ঘরে পৌঁছাতে চাইছে তৃণমূল।

দলের মুখপাত্র সুদীপ রাহা জানিয়েছেন, "আমাদের বিজেপির মতো পেড সোশ্যাল মিডিয়া ওয়ার্কার নেই। আমাদের সকলেই দিদিকে ভালোবেসে এই কাজ করেন। সেই কাজ আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে আমরা সক্রিয় সোশ্যাল মিডিয়া সৈনিক তৈরি করছি।"

এদিকে, ১৫০০ আবেদন গত ২৪ ঘন্টায় জমা পড়েছে। দল চাইছে জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া সেনাপতি বাড়াতে। তাদের যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে আগামী কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় লড়াই বৃদ্ধি পাবে গোটা দেশ জুড়ে।