বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

কেন্দ্রীয় বাহিনী দিয়েই কি হবে পুরভোট? যা জানালো কমিশন

১০:২৯ পিএম, নভেম্বর ২৫, ২০২১

কেন্দ্রীয় বাহিনী দিয়েই কি হবে পুরভোট? যা জানালো কমিশন

পুরভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর জন্য দাবি করেছে বিজেপি। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আপাতত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কোনও পরিকল্পনা কমিশনের নেই বলেই জানানো হয়েছে।

এদিন ভোটের দিন পুলিশি নিরাপত্তা নিয়ে জানতে চাইলে মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাস জানান, নির্বাচন করানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিজি ও সিপির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আর দুই একদিনের মধ্যেই এই নিয়ে রিপোর্ট দেবেন ডিজি ও সিপি। এরপর সেই রিপোর্ট দেখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর সুপারিশ না করলে পুলিশ দিয়েই হবে নির্বাচন।

এদিকে ভোটের ফলাফল কবে ঘোষণা করা হবে তাই নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে, ২১ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে। যেহেতু ২২ ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে তাই ২১ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। যদিও এই বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভোট গণনার দিন ও ফলাফলের কথা জানানো হবে বলে জানিয়েছেন সৌরভ দাস।