বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আজ থেকে ব্যাঙ্ক, রান্নার গ্যাসের দাম সহ বড় বদল হতে চলেছে এই সকল ক্ষেত্রে!

০৪:১৭ পিএম, মে ১, ২০২১

আজ থেকে ব্যাঙ্ক, রান্নার গ্যাসের দাম সহ বড় বদল হতে চলেছে এই সকল ক্ষেত্রে!

আজ পয়লা মে। আর আজ থেকেই দেশের ৫ টি বড় ক্ষেত্রে বেশ কিছু বদল আসতে চলেছে। সাধারণ মানুষের জন্য লাগু হতে চলেছে বেশ কিছু নিয়ম। ব্যাঙ্ক সংক্রান্ত নিয়ম থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের দাম, বদলাতে চলেছে সবই। ঠিক কোন কোন ক্ষেত্রে আসছে এই বদল? আসুন জেনে নেওয়া যাক...

১. গ্যাস সিলিন্ডারের দামঃ প্রত্যেক মাসে ১ তারিখে গ্যাস সিলিন্ডারের দামের বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি। এ মাসেও পয়লা মে তারিখে গ্যাস সিলিন্ডারের নতুন দাম জারি করা হবে৷ অনেক ক্ষেত্রে দাম অপরিবর্তিতও থেকে যায়। আবার কিছু ক্ষেত্রে গ্যাসের দাম বাড়তে বা কমতে, দুই-ই পারে।

২. মে মাসে ব্যাঙ্ক বন্ধের হিসেবঃ মে মাসে ব্যাঙ্ক ১২ দিন বন্ধ থাকবে৷ তবে এর মধ্যে বেশ কিছু ছুটি কেবল মাত্র নির্দিষ্ট কয়েকটি রাজ্যের জন্যই প্রযোজ্য ৷

৩. Axis Bank-এর নিয়ম বদলঃ মে মাসের ১ তারিখ থেকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম বদলাতে চলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক ৷ ন্যূনতম অ্যাভারেজ ব্যালেন্সের লিমিটেও এসেছে পরিবর্তন। তা ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাঙ্কের অন্যান্য পরিষেবার চার্জও বাড়ানো হয়েছে। এটিএমের ক্ষেত্রেও এসেছে বদল। ১ মে থেকে ফ্রি লিমিটের পর এটিএম থেকে টাকা তুললে বর্তমানের থেকে দ্বিগুণ চার্জ দিতে হবে৷

৪. ইরডা পলিসি কভারের টাকা দ্বিগুণঃ আরোগ্য সঞ্জীবনী পলিসির কভারের টাকা দ্বিগুণ করার নির্দেশ দেওয়া হয়েছে ইরডার তরফে। এ ক্ষেত্রে বিমা সংস্থাকে ১ মে থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভার পলিসি পেশ করতে হবে।