বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মানবিকতার নজির! গৃহবন্দী করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার দিয়ে সাহায্য করছেন এই ব্যক্তি!

০১:৫২ পিএম, এপ্রিল ১৪, ২০২১

মানবিকতার নজির! গৃহবন্দী করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার দিয়ে সাহায্য করছেন এই ব্যক্তি!

দেশে ছড়িয়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। টিকাকরণ শুরু হলেও বেশ কিছু রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ১.২৫ কোটিরও বেশি মানুষ। সক্রিয়ের সংখ্যাও ৭ লক্ষ ছাড়িয়েছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি বিধিনিষেধ জারি করেছে সরকার। বেশ কিছু রাজ্যে ঘোষিত হয়েছে মিনি লকডাউনও বা নাইট কার্ফু। পাশাপাশি করোনা আক্রান্তদের গৃহবন্দী থাকার কড়া নির্দেশও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতেই ঘরবন্দী করোনা রোগীদের সাহায্যে এগিয়ে এলেন গুজরাটের এক ব্যক্তি। গড়লেন মানবিকতার এক নজির। ঠিক কী করলেন তিনি? পুরো কোয়ারান্টাইন পিরিয়ড জুড়েই, কোভিড-১৯ আক্রান্ত ঘরবন্দী রোগীদের দোরগোড়ায় বিনামূল্যে খাবার সরবরাহ করার প্রস্তাব দেন তিনি। এই মর্মে ট্যুইটারে সরাসরি বার্তাও পাঠান৷ যা নিমেষেই বেশ ভাইরাল হয়ে ওঠে।

[embed]https://twitter.com/ShubhalShah/status/1381457623208235008?s=20[/embed]

গুজরাটের ভোদোদরার বাসিন্দা শুভল শাহ নামে ওই ব্যক্তি ট্যুইটারে জানিয়েছেন, "এই কোভিড সংকটে আমরা আপনার সঙ্গে রয়েছি। যদি আপনার পরিবার যদি করোনায় আক্রান্ত হন, তবে আমরা আপনার দোরগোড়ায় স্বাস্থ্যকর মধ্যাহ্নভোজ এবং রাতের খাবার সরবরাহ করব এবং তা সম্পূর্ণ বিনামূল্যে।" পাশাপাশি তিনি এও জানিয়েছেন, "আমরা কোনও নাম, প্রচার বা ছবির মধ্যে নেই। সাহায্য চাইলে অনুগ্রহ করে মেসেজ করুন।"

পোস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। প্রায় ১০ হাজার মানুষ তা পছন্দও করেছেন। পাশাপাশি শুভল শাহের নিঃস্বার্থ সেবার জন্য তাঁর প্রশংসাতেও মেতে ওঠেন নেটজনতা। খাবার সরবরাহ করার কাজে শাহ এবং তার দলকে সহায়তা করতে, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন বহু মানুষ।

[embed]https://twitter.com/rnair9636/status/1381542249788399617?s=20[/embed] [embed]https://twitter.com/Godfather100081/status/1381859185562882048?s=20[/embed] [embed]https://twitter.com/shaktish9045/status/1381487950496591877?s=20[/embed]