মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাংলা ধারাবাহিকে জনপ্রিয়তায় রদবদল! রেটিং কমল মিঠাই সহ সমস্ত সিরিয়ালের

০৩:৫১ পিএম, অক্টোবর ২২, ২০২১

বাংলা ধারাবাহিকে জনপ্রিয়তায় রদবদল! রেটিং কমল মিঠাই সহ সমস্ত সিরিয়ালের
সন্ধ্যে নামলেই বাংলার প্রায় প্রতিটি ঘরেই বসে সিরিয়ালের আসর। ঘড়ির কাঁটা ৬ টা ছুলেই উপস্থিত টিভির পর্দার সামনে। কোনটা ছেড়ে কোনটা দেখবে। স্টার জলসা আর জি বাংলার হাড্ডাহাড্ডি লড়ায়। টিআরপি যুদ্ধে জয়ী হবে কে? সেই নিয়ে হাজারো যুদ্ধ ধারাবাহিক গুলির মধ্যে। প্রকাশ্যে এল টিআরপির রেটিং। এই সপ্তাহে কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোন সিরিয়াল কতটা পিছিয়ে পড়ল? এই সপ্তাহেও বাজিমাত জি বাংলার। গত কয়েক সপ্তাহে নিজেকে শীর্ষ স্থানে রেখেছে জি বাংলার ধারাবাহিক গুলি। এই সপ্তাহেও তার অন্যথা হল না। তবে এই সপ্তাহে রেটিং কমল অনেক খানি। গত আড়াই মাস ধরে নিজের জায়গা শীর্ষে রেখেছে মিঠাই। তবে কমে গেছে রেটিং পয়েন্ট। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে মিঠাই। তার রেটিং পয়েন্ট ৯.৬। যেটি এতদিন ১০ এর নিচে নামেনি। হটাৎ এই সপ্তাহে রেটিং পয়েন্ট নিয়ে বড় রদ বদল। দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি। তার রেটিং পয়েন্ট ৮.১। তৃতীয় স্থান নিয়ে নিয়েছে সদ্য শুরু হওয়া সিরিয়াল উমা। চতুর্থ স্থানে রাণী রাসমণি। রেটিং পয়েন্ট ৭.১। অবনতি হল অপুর। ৭.২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অপরাজিতার অপু। কিছুটা ওপরে উঠে এল সর্বজয়া। ৬.৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে অপরাজিতার অপু। সপ্তম স্থানে দাদার দাদাগিরি।রেটিং পয়েন্ট ৬.৪। ৬.২ রেটিং নিয়ে অষ্টম স্থানে ধুলোকোনা। মন ফাগুন রয়েছে নবম স্থানে। রেটিং পয়েন্ট ৬.১। ৫.৯ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে খড়কুটো।