শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিউড়িতে লরির ধাক্কায় ভাঙল তিনটি দোকান! ক্ষতি হয়েছে গণেশ মন্দিরেরও

০৩:৪০ পিএম, অক্টোবর ২০, ২০২১

সিউড়িতে লরির ধাক্কায় ভাঙল তিনটি দোকান! ক্ষতি হয়েছে গণেশ মন্দিরেরও

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ মঙ্গলবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত লম্বদারপুর গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। মঙ্গলবার রাতে একটি বেপরোয়া লরির ধাক্কায় পরপর তিনটি দোকান ধংস হয়। দোকান ভেঙে যাওয়া ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় সেখানকারই এক গণেশ মন্দিরের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বীরভূমের মহম্মদ বাজারের দিক থেকে একটি পাথর বোঝাই লরি আসছিল সিউড়ির দিকে। অপরদিকে লম্বদারপুর গ্রাম থেকে বালি বোঝাই একটি লরি উঠছিল জাতীয় সড়কে। তখনই মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় দুটি লরির মধ্যে। সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে, তখন সংঘর্ষ এড়াতে পাথর বোঝাই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের দোকানগুলিতে।

সেই সময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মীরা উদ্ধার করেন লরি চালককে। সঙ্গে সঙ্গে আটক করা হয় বালি বোঝাই ওই লরিটিকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।