শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজ্যে ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস! কী বলছে আবহাওয়া দফতর

১১:৩৫ এএম, এপ্রিল ৮, ২০২১

রাজ্যে ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস! কী বলছে আবহাওয়া দফতর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখী এবং শিলা বৃষ্টিতে গরমে নাজেহাল বাংলার মানুষ স্বস্তি পেয়েছিল। যদিও তা ছিল ক্ষণিকের জন্যই। বাংলায় বছরের প্রথম কালবৈশাখী ধেয়ে আসে গড় রবিবার। রবিবার দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় এবং বৃষ্টি হয়।

এদিকে জানা গিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভবনা রয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম এবং গরমজনিত অস্বস্তিও বাড়বে বলে খবর।

অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টা ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাব পড়তে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবারেও, পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হয়। দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।